এইমাত্র পাওয়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজের দায়িত্ব সেনাবাহিনীর হাতে দেওয়াসহ তিন দাবিতে আন্দোলনে থাকা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে করে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয় এবং এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। সেখানে অবস্থান করে দাবিদাওয়া তুলে ধরার পর দুপুর ১টার পর তালা খুলে নেয় তারা।

এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া জগন্নাথের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজের প্রকল্প পরিচালক সৈয়দ আলী আহমেদকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এই আন্দোলনের সংগঠক বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব বলেন, প্রয়োজনে শিক্ষার্থীরা ‘আমরণ অনশনে বসবে’।

বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীদের কেউ কেউ।

প্রশানসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ‘দ্বিতীয় ক্যাম্পাসের আবাসন, কবে দিবে প্রশাসন?’, ‘মূলা না ক্যাম্পাস? ক্যাম্পাস, ক্যাম্পাস’, ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’, ‘যত পারো রক্ত নাও, সেনাবাহিনীর হাতে ক্যাম্পাস দাও’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে; রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘জমি নিতেই ৬ বছর, হল হতে কয় বছর?’, ‘টেন্ডারবাজ প্রশাসন চলবে না, চলবে না’, ‘মুলা ঝুলানো প্রশাসন, চলবে না, চলবে না’ ইত্যাদি স্লোগান দেন এবং তিন দফা দাবিও তুলে ধরেন।

তাদের তিন দফা দাবি হল– ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া প্রকল্প পরিচালককে আইনের আওতায় আনা, সাত দিনের মধ্যে সেনাবাহিনীর দক্ষ অফিসারদের হাতে নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া এবং শিক্ষা মন্ত্রণালয়কে এই ঘোষণা দিয়ে হস্তান্তর প্রক্রিয়ার রূপরেখা স্পষ্ট করা।

দ্বিতীয় দাবি হল অবিলম্বে ক্যাম্পাসের জন্য অবশিষ্ট ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নেওয়া। আর পুরাতন ক্যাম্পাস নিয়ে বিগত সরকারে আমলে করা সব চুক্তি বাতিল করা তাদের তৃতীয় দাবি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.