এইমাত্র পাওয়া

অবসরোত্তর বিদায় নিলেন মাদ্রাসা অধিদপ্তরের ডিজি হাবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান এর অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকালে বাংলাদেশ গালর্স গাইড এসোসিয়েশনে এই  অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গালর্স গাইড এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নবাগত মহাপরিচালক অতিরিক্ত সচিব ড. শাহনওয়াজ দিলরুবা খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা ও কারিগরি বিভাগের অতিরিক্ত সচিব ( প্রশাসন ও অর্থ) সামসুর রহমান খান , বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলমগীর, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ মাহমুদুল হক, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল কবির, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ( প্রশাসন) জাকির হোসাইনসহ ঢাকা মহানগরীর সকল মাদ্রাসার অধ্যক্ষ/উপাধ্যক্ষ/সুপার/সহকারী সুপারগণ।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) এইচ এম নুরুল ইসলামের সপাততিত্বে ও  উপ-পরিচালক (অর্থ) আবুল বাসারের সঞ্চালনায় বক্তারা মহাপরিচালকের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে দুই বছরের কর্মজীবনের নানাবিধ সৃজনশীল উদ্যোগ ও কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।

এসময় বক্তারা বলেন, মহাপরিচালক হাবিবুর রহমান একাধারে মাদ্রাসা শিক্ষার প্রতি অনুরাগী ছিলেন অন্যদিকে তিনি ছিলেন শিক্ষকবান্ধব। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অবসরোত্তর বিদায় ভাষণে তিনি বলেন, মাদ্রাসার শিক্ষকগণ অন্যান্য শিক্ষাধারার চেয়ে সবচেয়ে আধুনিক শিক্ষক। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় মাদ্রাসার শিক্ষার্থীরা আজ সকল ক্ষেত্রে সফলতা লাভ করছে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান তার বিদায় ভাষণে বলেন, মাদরাসার শিক্ষকরা অন্যান্য শিক্ষাধারার চেয়ে সবচেয়ে আধুনিক শিক্ষক। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় মাদরাসার শিক্ষার্থীরা আজ সব ক্ষেত্রে সফলতা লাভ করছে।

তিনি মাদ্রাসার সকল শিক্ষক/ কর্মচারীগণের কাছে তাঁর পরিবারের জন্য দোয়া চেয়েছেন এবং মাদ্রাসার সকল শিক্ষক ও কর্মচারীকে নবাগত মহাপরিচালককে সহযোগিতা করার জন্য আহ্বান করেছেন।

উল্লেখ্য, হাবিবুর রহমান ০১ জানুয়ারি, ২০২৩ খ্রি. মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক পদে যোগদান করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও ১১তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তিনি মহাপরিচালক পদে যোগদানের পূর্বে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, মাদ্রাসা অনুবিভাগের অতিরিক্ত সচিব (মাদ্রাসা) হিসেবে কর্মরত ছিলেন। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/১০/২০২৪ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading