এইমাত্র পাওয়া

ঈদে মিলাদুন্নবী’র অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় প্রধান শিক্ষককে মারধর

যশোরঃ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতাকে দাওয়াত না দেওয়ায় যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় ওই প্রতিষ্ঠানে। এ নিয়ে শিক্ষকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য বিএনপির ওয়ার্ড সভাপতি আব্দুল মালেকের মাধ্যমে স্থানীয় কয়েকজনকে দাওয়াত দিয়েছিলেন প্রধান শিক্ষক শাহ আলম।

ওয়ার্ড সভাপতি আব্দুল মালেক কথিত নামধারী বিএনপি নেতা আবু রায়হানকে দাওয়াত না দেওয়ায় ৮/১০ জনকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষকের জামার কলার ধরে চেয়ার থেকে টেনে বাইরে এনে মারধর করতে থাকে।
একপর্যায়ে সহকারী শিক্ষকরা বাধা দিতে গেলে তাদেরকেও ভয় দেখিয়ে কাছে আসতে দেওয়া হয়নি। কথিত নামধারী বিএনপি নেতা আবু রায়হানের সঙ্গে ছিল জালাল উদ্দিন ও মোহাম্মদ মুন্নাসহ ৮/১০ জন। একপর্যায়ে এলাকাবাসী ছুটে এসে প্রধান শিক্ষক শাহ আলমকে উদ্ধার করেন।

বিষয়টি নিয়ে আহত প্রধান শিক্ষক শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিনা কারণে আবু রায়হান ৮/১০ জন লোক নিয়ে বিদ্যালয়ে আমার ওপর হামলা চালিয়েছে। আমি বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ফোনে জানিয়েছি।

এ ব্যাপারে অভিযুক্ত আবু রায়হানকে একাধিকবার ফোন দিলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামানের নিকট জানতে চাইলে গতকাল তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি।

আজ (সোমবার) সরকারি ছুটি থাকায় আমি বাসায় আছি। মঙ্গলবার অফিসে এসে শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.