এইমাত্র পাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশ্নে বির্তকিত বিষয় ব্যবহারে করা যাবে না

শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষায় বির্তকিত বিষয়গুলো সৃজনশীল প্রশ্ন প্রণয়নকালে ব্যবহার করা হচ্ছে। এতে বিব্রতকর পরিস্থির সৃষ্টি হচ্ছে। এবং জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। এ ধরনের অনাকাংঙ্খিত রোধে শিক্ষা মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছে।

মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিকক্ষদের দৃষ্টি আর্কষর্ণ করে বৃহস্পতিবার ১১ জুলাই ঢাকা শিক্ষা বোর্ড একটি পরিপত্র জারি করে। পরিপত্রে কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে।

পরিপত্রে বলা হয়,

১.কোন অশোভনীয় কিংবা আপত্তিকর ছবি ও বির্তকিত ব্যাক্তি বা কার্যকলাপ উদ্দিপক হিসেবে ব্যবহার করা যাবেনা।

২. সরকার বা সমাজ কর্তৃক অননুমোদিত বা অগ্রহণযোগ্য বিষয় ইতিবাচক অর্থে ব্যবহার করা যাবেনা।

৩. সংবিধান ও রাষ্ট্র পরিপহ্নি কোন বিষয় উদ্দিপক হিসেবে ব্যবহার করা যাবেন।

বিস্তারিত:

http://www.educationbangla.com/media/PhotoGallery/2019March/2019071117021456509020190711140429.jpg


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.