এইমাত্র পাওয়া

দেশ ঘুষের মহাসমুদ্রে নিমজ্জিত: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের অন্যতম সমস্যা ঘুষ। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে পরামর্শ চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এটি করতে পারলে এই সরকারের গুরুত্বপূর্ণ অবদান হিসেবে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন তিনি।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণে এসব কথা বলেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, ‘সারা দেশ ঘুষের মহাসমুদ্রে নিমজ্জিত। কীভাবে ঘুষ থেকে আমরা মুক্ত হতে পারি, সে জন্য আমাদের পরামর্শ দেন। শুধু এই কাজটা নিয়ে অগ্রসর হতে পারলেই আমি মনে করি দেশের জন্য, এই সরকার একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে বলে স্মরণীয় হয়ে থাকবে। আমি কথা দিচ্ছি, এ ব্যাপার আমি আমার সর্বশক্তি নিয়োজিত করব।’

তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব, দেশের সব মানুষকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে। বাগ্‌বিতণ্ডা হবে। কিন্তু আমরা ভাই-বোন, আমরা বাবা-মা। আমরা কেউ কারও শত্রু না। কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না। কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না। কাউকে লিঙ্গের কারণে শত্রু মনে করব না। আমরা সবাই সমান। কেউ কারও ওপরে, কেউ কারও নিচে না। এই ধারণা আমরা জাতীয় জীবনে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে চাই।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.