এইমাত্র পাওয়া

যুক্তরাষ্ট্রে কফম্যান বেস্ট পেপার অ্যাওয়ার্ড লাভ করলেন অধ্যাপক ড. জাবির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ যুক্তরাষ্ট্রের অন্যতম অভিজাত সম্মেলন “আমেরিকান কনফারেন্স অন ইনফরমেশন সিস্টেমস ২০২৪”-এর “কফম্যান বেস্ট পেপার অ্যাওয়ার্ড” অর্জন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক ড. এম জাবির রহমান। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

সম্প্রতি “আমেরিকান কনফারেন্স অন ইনফরমেশন সিস্টেমস ২০২৪”-এর “কফম্যান বেস্ট পেপার অ্যাওয়ার্ড” অর্জন করেন বাংলাদেশি এ অধ্যাপক। বর্তমানে তিনি ওকলাহোমা সিটি ইউনিভার্সিটির মাইন্ডার্স স্কুল অফ বিজনেসে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

বাংলাদেশি এ অধ্যাপক তাঁর গবেষণাপত্র, “বিয়ন্ড রেটিংস: এক্সপ্লোরিং ফ্যামিলিয়াল ইনফ্লুয়েন্স অন শেয়ারিং ইকোনমি সাকসেস,” উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি এবং গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্প্রতি “আমেরিকান কনফারেন্স অন ইনফরমেশন সিস্টেমস ২০২৪”-এর এই সম্মানজনক  পুরস্কার লাভ করেন।

তাঁর গবেষণাপত্রটিতে শেয়ারিং ইকোনমিতে আস্থা ও সম্পৃক্ততা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করা হয়েছে, যা ভবিষ্যতে এই খাতে নতুন দিকনির্দেশনা প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

অর্থনৈতিক বিশেষজ্ঞরা এই কাজকে বৈপ্লবিক এবং প্রাসঙ্গিক বলে উল্লেখ করেছেন, যা পিয়ার-টু-পিয়ার বিজনেস মডেলের বিভিন্ন ক্ষেত্রে কার্যকর প্রয়োগের সম্ভাবনা জাগিয়ে তুলেছে।

অধ্যাপক ড. এম জাবির রহমানের এই অর্জন কেবল তার নিজস্ব প্রতিষ্ঠানের জন্য নয়, বরং বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসী ও গবেষকদের জন্যও এক গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। বৈশ্বিক গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশি বিজ্ঞানীরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তা এই পুরস্কারের মাধ্যমে আবারও প্রতিফলিত হয়েছে।

প্রসঙ্গত, ড. জাবির রহমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মেমফিস থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর পৈতৃক নিবাস সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার বালিপাড়া গ্রামে অবস্থিত।

এই সম্মানজনক সাফল্য বাংলাদেশি গবেষকদের গবেষণা করতে আরও উদ্বুদ্ধ করবে। তাঁর এই সাফল্য সংশ্লিষ্ট খাতের সকলের জন্য অনুপ্রেরণার উৎস এবং এই সাফল্য প্রমাণ করে যে কঠোর পরিশ্রম, মেধা এবং মনন দ্বারা বিশ্বমঞ্চে অসামান্য সাফল্য অর্জন করা সম্ভব।

অধ্যাপক ড. এম জাবির রহমানের এই সাফল্য নিঃসন্দেহে বাংলাদেশি গবেষণা ও উদ্ভাবনকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট খাত বিশেষজ্ঞরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.