নোয়াখালী: জেলার চাটখিলে চলমান উচ্চমাধ্যমিক, আলিম ও সমমান পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার কারণে তিন শিক্ষককে চলতি বছরের পরবর্তী পরীক্ষাসমূহের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (৭ জুলাই) উপজেলার চাটখিল কামিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষার্থীদের বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
অব্যাহতি দেওয়া শিক্ষকরা হচ্ছেন স্থানীয় কড়িহাটি ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হাবিব উল্লাহ মেসবাহ, মল্লিকাদিঘির পাড় ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জহির উদ্দীন এবং খোয়াজের ভিটি ফাজিল মাদ্রাসার প্রভাষক তকদীর হোসেন।
এর আগে রোববার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালে আলিম পরীক্ষার কেন্দ্রটি পরিদর্শনে যান কেন্দ্রের সুপারভাইজিং অফিসার ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন। এ সময় তিনি কেন্দ্রের ১ নম্বর এবং ৩ নম্বর কক্ষে দায়িত্বরত কক্ষ প্রত্যবেক্ষকদের দায়িত্বে অবহেলার বিষয়টি দেখতে পেয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নজরে আনেন।
পরে চাটখিল কামিল মাদ্রাসা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বশির উল্লাহ এ তিন শিক্ষককে অব্যাহতি প্রদান করেন।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন এ তিন শিক্ষকের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে কেন্দ্রটি পরিদর্শনে গেলে পরীক্ষা কক্ষে হট্টগোলের শব্দ শুনি। এরপর কক্ষগুলোতে গিয়ে দেখি কক্ষ প্রত্যবেক্ষকরা ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। যে কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.