নিজস্ব প্রতিবেদক।।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে একসঙ্গে ২৮ জন সংযুক্ত কর্মকর্তার আদেশ বাতিল করে নিজ নিজ কলেজে ফেরত পাঠানো হয়েছে। গত ১ জুলাই এই আদেশ জারি করা হয়েছে। তবে কী কারণে মাউশি এই সিদ্ধান্ত নিয়েছে তা জানা যায়নি।
মাউশি সূত্রে জানা গেছে, এসব কর্মকর্তা পদোন্নতি ও স্থায়ীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতেন। কিন্তু হঠাৎ করেই তাদের সংযুক্তি বাতিল করায় এসব গুরুত্বপূর্ণ কাজে দীর্ঘসূত্রতা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
সূত্র আরও বলছে, সম্প্রতি অনুষ্ঠিত বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন নির্বাচনকে ঘিরেই এই আদেশ জারি হয়েছে। সেই নির্বাচনে একটি নির্দিষ্ট প্যানেলকে সমর্থন দিয়েছেন এসব কর্মকর্তারা। সে কারণেই তাদের সংযুক্তি বাতিল হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক সংযুক্তির আদেশ বাতিল হওয়া একজন কর্মকর্তা জানান, সংযুক্তি বাতিল করে যেহেতু অফিস আদেশ জারি করা হয়েছে, তাই আমাদের এটা মেনে নিতেই হবে। তবে পূর্বের কলেজে ফেরত না পাঠিয়ে নতুন কোনো কলেজে পদায়ন দিলে ভালো হতো।
বিসিএস শিক্ষা ক্যাডারদের নির্বাচনে অংশ নেওয়া একটি প্যানেলের একজন প্রার্থী বলেন, নির্বাচনে একটি নির্দিষ্ট প্যানেলকে সমর্থন দেওয়ায় ওই কর্মকর্তাদের সংযুক্তি বাতিল করা হয়েছে- এমনটাই শুনতে পাচ্ছি। তবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এ বিষয়ে মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শিক্ষাবার্তা ডট কম/জামান/০৮/০৭/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.