এইমাত্র পাওয়া

অভিনব কায়দায় অধ্যক্ষের ঘুষের টাকা আদায়

নিজস্ব প্রতিবেদক।।

রাজবাড়ীর সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত ঘুষের টাকা আদায়ের একটি নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে জেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

কলেজের প্যাডে গত ২০ জুন স্বাক্ষরিত অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরকার স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, ‘এতদ্বারা অত্র কলেজের সব শিক্ষক-কর্মকর্তাকে জানানো যাচ্ছে যে, সরকারীকরণের কাজে ব্যয় করার জন্য জনপ্রতি ৫০০০ টাকা ২০-০৬-২০২৪ খ্রি. বৃহস্পতিবারের মধ্যে অধ্যক্ষ মহোদয়ের নিকট জমা দেওয়ার জন্য বলা হলো।’

নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মন্তব্য করছেন। বিষয়টি ‘টক অব দ্য ডিস্ট্রিক্টে’ পরিণত হয়েছে।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী সরদার বলেন, আমি নিজেও সরকারি কর্মকর্তা ও বেতন পাই। কিন্তু কলেজটি সরকারি হওয়ায় শিক্ষক-কর্মচারীদের বেতন চালু করার জন্য বিভিন্ন দপ্তরে যেতে খরচ হয়। কর্মকর্তাদের টোকেন মানি হিসেবে কিছু দিতে হয়। তাছাড়া বিভিন্ন অফিসে ঘোরাঘুরি করার জন্য ঢাকায় যাওয়া-আসা এবং থাকার একটা খরচ আছে। এখন এটা তাদের (শিক্ষক-কর্মচারীদের) ব্যাপার। আমি শুধু তাদের বলে দিয়েছি।

জানা যায়, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজটি ২০১৮ সালের ৮ আগস্ট এক প্রজ্ঞাপনে সরকারি ঘোষণা করা হয়। এরপর থেকেই দফায় দফায় শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে বিভিন্ন সময়ে নানা অঙ্কের টাকা নেওয়া হয়। সর্বশেষ গত ২০ জুন আবারও পাঁচ হাজার টাকা চেয়ে নোটিশ জারি করেন অধ্যক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষক বলেন, কলেজে শিক্ষকদের একটি কমিটি রয়েছে, যেটি নির্বাচন ছাড়াই গঠিত হয়েছে। বোর্ডে যাতায়াত বাবদ একটা খরচ আছে, কিন্তু এ ব্যাপারে নিজেদের ইচ্ছেমতো শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে। তাছাড়া এভাবে নোটিশ দিয়ে ঘুষের টাকা চাওয়াটা একটা অনৈতিক কাজ।

শিক্ষাবার্তা ডট কম/জামান/০৬/০৭/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading