এইমাত্র পাওয়া

নোট-গাইড পড়তে বাধ্য করা হচ্ছে কেন

এখনো ষষ্ঠ থেকে নবম, দশম শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পরিবর্তে বিভিন্ন কোম্পানির নোট বই, গাইড বই পড়তে বাধ্য করা হচ্ছে।

দেশের অন্তত ৮০ শতাংশ শিক্ষার্থী গ্রামে লেখাপড়া করে এবং তাদের অধিকাংশের পিতা মাতাই খেটে খাওয়া গরিব মানুষ। বইয়ের গায়ে হাজার হাজার টাকা মূল্য লেখা থাকে।

গ্রামের অধিকাংশ গার্জিয়ান বা পিতা-মাতা এই বই কিনতে পারে না টাকার অভাবে। সুতরাং গরীব গার্জিয়ানদেরকে রক্ষা করতে হবে। এটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটা হাতিয়ার।

ছাত্রছাত্রীদের কেন বাধ্য করা হবে গাইড বই, নোট বই বা সহায়ক বই কিনতে? তাদের যদি এই সব বইয়ের দরকার হয় তাহলে তারা নিজের ইচ্ছায় এই গুলো লাইব্রেরি থেকে কিনবে।

কিন্তু তাদের বাধ্য করা হবে কেন? সামষ্টিক মূল্যায়ন বা পরীক্ষার ভয় দেখিয়ে দুশ্চিন্তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে বিষয়টি থেকে উত্তরণের পদক্ষেপ নিতে হবে অতিসত্বর।

যে সকল স্কুলে বিভিন্ন কোম্পানির প্রকাশিত সিলেবাস এবং বই চালু করা হচ্ছে বা হবে সেই স্কুলের প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদের আওতায় আনা দরকার।

মো. আতিকুর রহমান
সাবেক সহ-প্রধান শিক্ষক ও প্র. শি (ভারপ্রাপ্ত)।

শিক্ষাবার্তা ডট কম/জামান/২৮/০৫/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.