সব মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ তীব্র দাবদাহ প্রশমন ও ক্যাম্পাস সবুজায়নের লক্ষ্যে দেশের সব মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

রবিবার (২৮ এপ্রিল) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র দাবদাহ চলমান রয়েছে। তীব্র দাবদাহের প্রভাবে স্বাস্থ্য ঝুঁকি বাড়ার পাশাপাশি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র দাবদাহের সংকট মোকাবিলায় অন্যতম নিয়ামক বৃক্ষরোপণ।

এতে আরও বলা হয়, তীব্র দাবদাহ প্রশমন ও মাদ্রাসা ক্যাম্পাস সবুজায়নের লক্ষ্যে মাদ্রাসা সংশ্লিষ্ট গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে দেশের সব মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডটকম /এএইচএম/২৯/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

আবু সাঈদের নামে মাদ্রাসা প্রতিষ্ঠার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের নামানুসারে ‘জামিয়া শহীদ আবু সাঈদ’ …