নিয়োগবঞ্চিত নিবন্ধিত শিক্ষকঃ আমরা শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে বিভিন্ন কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার সনদ অর্জন করে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক নিবন্ধন সনদ অর্জন করে জাতীয় মেধা তালিকায় স্থান পাই। বিগত বছরগুলোতে এনটিআরসিএ ৪টি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে এমপিও নীতিমালা অনুযায়ী বয়স অনূর্ধ্ব ৩৫ বছর নির্ধারণ ও সনদের কোনো মেয়াদ নেই মর্মে নিয়োগ সম্পূর্ণ করেছে। শিক্ষক সংকট দূর করার জন্যই নীতিমালা উপেক্ষা করা হয়েছে।
সম্প্রতি পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ। ওই বিজ্ঞপ্তিতে সনদের মেয়াদ ১০ (১) উপধারা উল্লেখ করে বৈধ সনদধারী হতে হবে মর্মে উল্লেখ করা হয়েছে। সে ক্ষেত্রে ১ থেকে ১৫তম সব সনদ অকার্যকর ও আবেদনের সুযোগ দেওয়া থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। ২০১৫ সালের ২২ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় প্রণীত ও রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি হলেও তৃতীয় গণবিজ্ঞপ্তি ৩০ মার্চ ২০২১ ও ৪র্থ গণবিজ্ঞপ্তি ২১ ডিসেম্বর ২০২২ সালে প্রকাশিত হয়। ওই দুটি বিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রম ১০(১) উপধারা বহাল রেখেই নিয়োগ সম্পন্ন করা হয়। ৯-এর উপবিধিতে প্রিলিমিনারি পরীক্ষার ফল সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে, লিখিত পরীক্ষার ফল সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে এবং মৌখিক পরীক্ষার ফল ৩০ দিনের মধ্যে দেওয়ার বাধ্যবাধকতা উল্লেখ রয়েছে।
১৭তম নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তির অধীনে ফল প্রকাশিত হয়েছে ২৮ ডিসেম্বর ২০২৩ সালে। ফল প্রদানের দীর্ঘসূত্রতার কারণে এমপিও নীতিমালা অনুযায়ী বয়স ৩৫-এর বেশি হয়েছে এবং সনদ হাতে পাওয়ার আগেই তা অকার্যকর হয়ে গেছে। সে ক্ষেত্রে কর্তৃপক্ষ বয়স ছাড়ের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেয়নি। অথচ করোনা মহামারির সময়ে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে বয়সের ক্ষেত্রে ২৫ মার্চ ২০২০ তারিখে ৩৫ বছর উল্লেখ থাকলেও ৩৮ থেকে ৪০ বছর বয়সের প্রার্থীরাও আবেদনের সুযোগ পেয়েছেন; তাদের এমপিও হয়েছে। অথচ কর্তৃপক্ষের কারণেই আমাদের সনদ অকার্যকর ও আবেদনের যোগ্যতা হারিয়েছে। বর্তমান পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা রয়েছে ৯৬,৭৩৬টি। দেখা যাচ্ছে, ১৬ ও ১৭তম নিবন্ধনধারীদের আবেদনের সুযোগ দিলে শিক্ষক পাওয়া যাবে ১৮ থেকে ২০ হাজার। বাকি অনেক পদ শূন্য পড়ে থাকবে।
আমরা সরাসরি নিয়োগ চাচ্ছি না; চাচ্ছি আবেদনের সুযোগ। এখানে বয়সের বাধা তুলে দিয়ে আবেদনের সুযোগ দিলে আমরা উপকৃত হবো, সেই সঙ্গে উপকৃত হবে শিক্ষা ব্যবস্থা।
লেখকঃ শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএর নিয়োগবঞ্চিত নিবন্ধিত শিক্ষক সমাজ
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.