নাটোরঃ জেলার গুরুদাসপুরে চড়ক পূজা উদযাপনের সময় হিট স্ট্রোকে সঞ্জয় ঘোষ ওরফে সঞ্জিত (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সিধুলী স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
মৃত সঞ্জয় ঘোষ সিধুলী গ্রামের ঘোষ পাড়া মহল্লার সর্গীয় সদুর্শন ঘোষের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলাম হিট স্ট্রোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও মেলা আয়োজক কমিটি সূত্রে জানা যায়, গুরুদাসপুরে দুইশ’ বছরের ঐতিহ্যবাহী দুই দিনব্যাপী চড়ক পূজা ও বউ মেলা অনুষ্ঠিত হয়। এবারের মেলায় সঞ্জিতসহ তিন চারজন যুবক চড়ক ঘুরাতে থাকেন। এর এক পর্যায়ে সঞ্জিত মাথা ঘুরে পরে যান। এ সময় স্থানীয়রা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সুস্থ্য করার চেষ্টা করে। অবস্থার অবনতি হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সমকালকে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। পরে রাতেই সঞ্জিতের সৎকারের ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.