Breaking News

পঞ্চগড়ে হিটস্ট্রোকে চালকের মৃ*ত্যু

পঞ্চগড়ঃ জেলার দেবীগঞ্জে হিটস্ট্রোকে আহসান আলী ওরফে হাসান (৪০) নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টায় উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে হিটস্ট্রোকে আক্রান্ত হন আহসান আলী। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু তার হয়।

হিটস্ট্রোকে মারা যাওয়া আহসান আলী উপজেলার দেবীডুবা ইউনিয়নের তেলীপাড়া এলাকার মৃত হাসেম আলীর ছেলে। তিনি কালীগঞ্জ বাজারের মেসার্স সাবু টেডার্স নামক একটি প্রতিষ্ঠানের প্রাইভেটকার চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ বাজারসংলগ্ন সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে প্রাইভেটকার ধোয়ার জন্য কার নিয়ে যান আহসান আলী। সেখানে গাড়ি পরিষ্কার করছিলেন এবং মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি। হঠাৎ করে অসুস্থবোধ করলে পাশে থাকা লোকজনকে তাকে ধরতে বলে মাটিয়ে লুটিয়ে পড়েন আহসান আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করে ব্যর্থ হলে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয় আহসান আলীর।

হিটস্ট্রোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় বলেন, গতকাল সন্ধ্যায় আহসান আলী নামে এক ড্রাইভার হিটস্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আজকে সকালে তার দাফন সম্পন্ন হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুরাইয়া সালেহা মৌ বলেন, গতকাল সন্ধ্যায় আহসান আলীকে হাসপাতালে নিয়ে আসে। পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এইচএম/২৬/০৪/২০২৪

Check Also

তিন বছরে উচ্চ শিক্ষা সম্পন্ন করা প্রায় ১৯ লাখ শিক্ষার্থীর অধিকাংশই বেকার

ঢাকাঃ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে গত তিন বছরে (২০২১-২৩) উচ্চ শিক্ষা সম্পন্ন করেছেন …