নিউজ ডেস্ক।।
বৃক্ষরোপণে বিশ্ব রেকর্ড গড়তে কর্মপরিকল্পনা প্রণয়ন ও প্রস্তাবনা তৈরির লক্ষ্যে সমন্বয়ক টিম গঠন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ৪ সদস্যের দলে রয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটির চার সহ-সভাপতির নাম।
বৃহস্পতিবার ২৫ এপ্রিল ছাত্রলীগের পাঠানে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহিদের রক্তস্নাত, প্রজন্মের মেধাবি-কর্মনিষ্ঠ-উদ্ভাবনী তারুণ্যের শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম, দেশমাতৃকার প্রতিটি প্রয়োজনে আত্মনিষ্ঠ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আসন্ন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বৃক্ষরোপনে বিশ্বরেকর্ড গড়ার ঘোষণা দিয়েছে।
জলবায়ু পরিবর্তনজনিত কারণে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে অন্যতম ক্ষতির সম্মুখীন হওয়া আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষার ক্ষেত্রে ছাত্রলীগের এই উদ্যোগ সরাসরি প্রাণ-প্রকৃতিতে প্রভাব ফেলবে, দেশের মানুষকে জলবায়ু ও পরিবেশ সম্পর্কে গভীরভাবে সচতেন করবে, জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদান রাখবে এবং জলবায়ুর নেতিবাচক প্রভাব প্রশমনে বাংলাদেশের তরুণদের এই প্রচেষ্টা আন্তর্জাতিক পরিমণ্ডলে অন্যান্য সমাজ-রাষ্ট্রের তরুণদের অনুপ্রাণিত করবে।
বাংলাদেশের মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অবিকল্প সারথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত উন্নত-আধুনিক-স্বনির্ভর স্মার্ট বাংলাদেশ গঠনে বৃক্ষরোপনের মাধ্যমে বিশ্বরেকর্ড গড়ার এই উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে।
বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক বৃক্ষরোপণে বিশ্ব রেকর্ড গড়তে আগামী ১০ দিনের মধ্যে কর্মপরিকল্পনা প্রণয়ন ও প্রস্তাবনা তৈরির লক্ষ্যে নিম্নোক্ত সমন্বয়ক টিমকে দায়িত্ব প্রদান করা হলো: কেন্দ্রীয় কমিটির চার সহ-সভাপতি যথাক্রমে রাকিবুল হাসান রাকিব, মো. মেহেদী হাসান, বরিকুল ইসলাম বাঁধন এবং খন্দকার হাবিব আহসান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.