আগামী বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ প্রয়োজন

সালাউদ্দিন মোল্লাঃ রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্বে ধনী দরিদ্র সব দেশকেই ফেলে দিয়েছে জীবন-জীবিকার কঠিন বাস্তবতা ও চ্যালেঞ্জের মধ্যে। বৈশ্বিক যুদ্ধ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের অর্থনীতি, জীবনযাত্রা, সামাজিকতা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য সর্বক্ষেত্রে এক অদৃশ্য ভাইরাস আজ তছনছ করে ফেলেছে দেশের অর্থনীতি।

এই বাস্তবতায় আগামী বাজেট প্রণয়ন সরকারের জন্য এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা, বৃহত্তর জনগোষ্ঠীর গত কয়েক বছরে থাকা শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিতে হবে।

তাছাড়া ক্ষুদ্র ব্যবসায়ী, পেশাজীবী ও শ্রমিক এবং প্রান্তিক চাষীদের কর্মহীন হয়ে পড়ার প্রেক্ষাপটে এবারের বাজেটে কর্মসংস্থান, শিল্প ও কৃষি খাতে উৎপাদন, সার্ভিস সেক্টর সচল করাসহ দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করার মত উপাদান থাকতে হবে। অর্থনীতির মূল চালিকাশক্তি রেমিট্যান্স, বিনিয়োগ, অর্থনৈতিক সৃজনশীল উদ্ভাবন এবং গার্মেন্টসসহ ব্যবসাবান্ধব পরিস্থিতির উন্নতি করা ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করে জনগণের রক্ষা করাই সরকারের জরুরি করণীয়। আগামী বাজেট বাস্তবায়নের জন্য প্রশাসনিক দক্ষতা ও মনিটরিং জোরদার করতে হবে।

প্রবৃদ্ধি কি হবে সেটা এখন ভাবার বিষয় নয়, এখন মূল ভাবনার বিষয় হচ্ছে মানুষের জীবন ও জীবিকার সমন্বয় করে বৃহত্তর অর্থনীতির স্বার্থে কীভাবে বৈশ্বিক মন্দা কাটিয়ে ক্ষতি পুষিয়ে নিতে অর্থনীতির গতি ফেরাতে পণ্যের চাহিদা ও যোগানের সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে হবে। বৈশ্বিক মন্দার কারণে বর্তমানে চ্যালেঞ্জগুলো হচ্ছে (১) শিক্ষা ব্যবস্থাপনা (২) স্বাস্থ্য ব্যবস্থাপনা (৩) কৃষি ও কৃষিজাত পণ্যের ব্যবস্থাপনা (৪) জরুরি সেবা নিশ্চিতকরণ (৫) রপ্তানি ও বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাপনা (৬) আন্তর্জাতিক সমন্বয় ও আঞ্চলিক সহযোগিতা (৭) আইন শৃঙ্খলা ও সার্বিক সমন্বয় উল্লিখিত চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে। আগামী বাজেটে যে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দিতে হবে তা হচ্ছে- কোথায় অর্থ খরচ করা হবে আর সেই অর্থ আসবে কোন জায়গা থেকে।

জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত করের উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তাছাড়া, মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক, আয়কর, সম্পূরক শুল্কের উপর গুরুত্ব আরোপ করতে হবে। আগামী বাজেটে দেশের শিক্ষা ও কৃষি খাতের জন্য ভর্তুকি বাড়াতে হবে। বাজেটে সবচেয়ে বেশি নজর রাখতে হবে শিক্ষা খাত এই খাতেও সর্বোচ্চ ভর্তুকি রাখতে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের নেতিবাচক সংকটের মধ্যে অর্থনীতির মূল স্রোতে অর্থ প্রবাহ বাড়ানোর লক্ষ্য আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখতে হবে। বাজেট নতুন কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করতে হবে। বাজেটে সরকারি অপচয় রোধ করতে হবে।

আগামী বাজেটে সর্বজনীন সামাজিক নিরাপত্তা, শিক্ষা, প্রযুক্তি ও গবেষণা, বেকারত্ব ভাতা, পেনশন ভাতা, শিশু প্রতিপালন ভাতা, প্রতিবন্ধী ভাতা, অবসর ভাতা, আবাসন সহায়তা, স্বাস্থ্য ভাতার প্রতি বিশেষ নজর রাখতে হবে। বাজেটে সবুজ শিল্পায়ন ও গ্রামীণ অর্থনীতি উদ্ভাবন সমন্বিত শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নের লক্ষ্য ইকুইটি ম্যাচিং তহবিল গঠন করা যেতে পারে।

বৈশ্বিক মন্দার কারণে অর্থনীতি সংকুচিত হওয়ায় আয়কর ও মূল্য সংযোজন কর কমবে, ফলে রাজস্ব কমে যাবে, এই পরিস্থিতিতে অর্থসংস্থানের জন্য বিভিন্ন উৎস সমন্বয়ে সমন্বিত কৌশল নিতে হবে। প্রথমত, অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে, বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ ভর্তুকি বাদ দিতে হবে। সরকারের অতিরিক্ত জনবল ইত্যাদি বিষয়ে ব্যয় কমাতে হবে।

দ্বিতীয়ত, সহজে কর আদায়ের খাতগুলি বের করতে হবে, যেমন বহুজাতিক কোম্পানিগুলো বিভিন্ন পন্থায় কর ফাঁকি দেয় তাই ট্রান্সফার প্রাইসিং সেল সক্রিয় করে কর আদায় বাড়ানো যেতে পারে। তাছাড়া দেশি কোম্পানিগুলোকে যে কর সুবিধা দেওয়া হয় তা পুনঃনিরীক্ষণ দরকার। তৃতীয়ত, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উৎস থেকে বিদেশি অনুদান বাড়ানোর চেষ্টা করতে হবে। চতুর্থত, র্দীর্ঘমেয়াদি কম সুদের হার ও গ্রেস পিরিয়ড সম্পন্ন বিদেশি ঋণ নিতে হবে। পঞ্চমত, অভ্যন্তরীণ ক্ষেত্রে ব্যাংক খাত হতে আর ঋণ নেওয়া যাবে না। বাংলাদেশ ব্যাংকে সরকারের অর্থের জোগান দিতে হবে।

লেখকঃ  সহকারী পরিচালক (অর্থ)) জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মতামত ও সাক্ষাৎকার কলামে প্রকাশিত নিবন্ধ লেখকের নিজস্ব। শিক্ষাবার্তা’র সম্পাদকীয় নীতির সঙ্গে মতামত ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক ও আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের;- শিক্ষাবার্তা কর্তৃপক্ষের নয়।”

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

শিক্ষকের ঋণ অপরিশোধ্য

বিপ্লব বড়ুয়াঃ মানুষ মাত্রই কোনো না কোনো গুণের অধিকারী। গুণের রয়েছে নানা শ্রেণিবিন্যাস। গুণবান মানুষ …