সিনিয়র শিক্ষককে ‘দেখে নেয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ঃ গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় সংরক্ষিত কক্ষে ‘অনুমতি না নিয়ে’ আসন বন্টনের জের ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একটি বিভাগের হেড অব দ‍্য ডিপার্টমেন্টের সঙ্গে এক জুনিয়র শিক্ষক উদ্ধতপূর্ণ আচরণ করেছে বলে অভিযোগ উঠেছে।

এছাড়া জুনিয়র শিক্ষকের বিরুদ্ধে সিনিয়র শিক্ষককে ‘মারতে তেড়ে’ যাওয়া ও নিজেকে ‘উপাচার্যের ঘনিষ্ঠ লোক’ হিসেবে পরিচয় দিয়ে ‘দেখে নেয়ার’ হুমকি দিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষকের।

উদ্ধতপূর্ণ আচরণকারী শিক্ষক হলেন মার্কেটিং বিভাগের প্রভাষক আবু ওবায়দা রাহিদ এবং ভুক্তভোগী শিক্ষক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের হেড অফ দ‍্য ডিপার্টমেন্ট কাজী এম. আনিছুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা যায়, মার্কেটিং বিভাগের প্রভাষক আবু ওবায়দা রাহিদ গুচ্ছ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস কমিটির সদস্য সচিব হিসেবে আছেন। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মিডিয়া ল্যাবে আসন বিন্যাসের আওতায় রাখেন। অনুমতি না নিয়ে কেন এই রুমকে আসন বিন্যাসের আওতায় আনা হলো এই বিষয়ে কাজী আনিছ কথা বলতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে ঈদের বন্ধের পর গত ২১ এপ্রিল তাদের দেখা হয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে। সেখানে কথায় কথায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নাসির হুসেইন এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান।

পরবর্তীতে ২২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের তাদের ঘটনা সমাধানের লক্ষ্যে কয়েকজন শিক্ষক আলোচনায় বসেন। সেখানেও আবু ওবায়দা রাহিদ উদ্ধতপূর্ণ আচরণ করেন বলে জানিয়েছে উপস্থিত শিক্ষকরা। এই আলোচনায় কাজী এম. আনিছুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী এবং অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

এ ব্যাপারে একাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি খুবই ক্ষুদ্র। ব্যক্তিগত ইগোর জায়গা থেকে সরে আসলে ঘটনাটি সহজেই সমাধান হতে পারতো। একজন শিক্ষকের সঙ্গে আরেকজন শিক্ষক এমন আচরণ কখনো করতে পারেন না। বিষয়টির কোন গভীরতা নেই। সিট অ্যারেঞ্জমেন্ট নিয়ে যে ঘটনা ঘটেছে সেটা এতদূর টেনে আনার কোন মানে নেই।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

সাত বছর পর বৈধ প্রক্রিয়ায় হলে চবির শিক্ষার্থীরা

চট্টগ্রাম: দীর্ঘ ৭ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আসন বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে …