কেমন আছেন অধ্যাপক আনু মুহাম্মদ?

ঢাকাঃ খিলগাঁওয়ে ট্রেনের চাকায় কাটা পড়ে পায়ের আঙুল হারানো অধ্যাপক আনু মুহাম্মদের অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁর বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলের পাশের তিনটি আঙুল পুরোটাই পড়ে গেছে। পাশের ছোট দুটি আঙুলের বাড়তি অংশ রাখা হবে নাকি ফেলে দেওয়া হবে সে বিষয়ে এখনো বলা যাচ্ছে না। আগামীকাল ড্রেসিং করার পর বোঝা যাবে।

মঙ্গলবার দুপুরে আনু মুহাম্মদের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. রবিউল করিম খান পাপন গণমাধ্যমকে বলেন, গতকাল স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের উপস্থিতিতে আনু মুহাম্মদের চিকিৎসার জন্য ১৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডের সদস্যদের নির্দেশে তাঁর চিকিৎসা চলছে। আজকে তাঁর পায়ে ড্রেসিং হয়েছে এবং কিছু পরীক্ষা করা হয়েছে। ছোট দুটি আঙুলের বাড়তি অংশ রাখা যাবে নাকি ফেলে দেওয়া হবে সেটা আগামীকাল ড্রেসিংয়ের পর জানা যাবে। এ ছাড়া পায়ের তালুর দিকে কিছুটা নেই। রোগী বর্তমানে ঝুঁকিমুক্ত আছেন। তবে তাঁর কিডনি ও প্রেশারের সমস্যা আছে।

এর আগে গত রবিবার সকাল ১০টার দিকে রাজধানীর খিলগাঁও রেলগেটে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বাঁ পায়ের পাঁচটি আঙুল কাটা পড়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের (৬০)। এরপরই তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

কর্মস্থলে যোগদান করলেন ইবির নতুন উপাচার্য

জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কর্মস্থলে …