কুমিল্লায় হিটস্ট্রোকে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কুমিল্লাঃ জেলার বুড়িচং উপজেলায় প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মজিবুর রহমান (৪৫) নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) গরমের মাত্রা সহ্য করতে না পেরে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়।

মৃত মজিবুর রহমান সদর উপজেলার জগতপুর গ্রামের নিজাম হাজীর বাড়ির আলফাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে বুড়িচংয়ের ব্যবসায়ী মো. রুহুল আমিনের বাড়িতে কাজ করতে যান মজিবুর। তিনি বিল্ডিংয়ের বেইজ কাটার সময় হিটস্ট্রোকে আক্রান্ত হয়। এ সময় স্থানীয়রা তাকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বুড়িচং থানার এসআই নুরুল ইসলাম বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ থানায় নিয়ে যান।

এসআই নুরুল ইসলাম বলেন, লাশের গায়ে আঘাতের চিহ্ন নেই। এতে বুঝা যায়, তিনি হিটস্ট্রোক করে মারা গেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে সঠিকটা বলা যাবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ভ্রমণে ২৩ দিনের নিষেধাজ্ঞা

চট্টগ্রামঃ তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ভ্রমণে ২৩ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। …