যশোরঃ জেলা শহরের গতানুগতিক বাংলা মাধ্যমের স্কুল, কিন্তু সেই স্কুলের শিক্ষার্থীরা বির্তক করছে ব্রিটিশ ধাঁচের বিশুদ্ধ ইংরেজীতে। যা শুনে বোঝার উপায় নেই যে তারা বাংলা মাধ্যমের শিক্ষার্থী।
মাত্র ৬ মাসের চেষ্টায় এমন এক হাজার শিক্ষার্থীকে দিয়ে তাক লাগানো এক অনুষ্ঠানের আয়োজন করেন যশোরের শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনা শিক্ষক হামিদুল হক শাহিন।
মিলনায়তন ভর্তি যে শিক্ষার্থীদের দেখছেন তারা যশোর জেলা শহরের ১০টি বাংলা মাধ্যমের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী। ৬ মাস আগেও ইংরেজী তাদের ভয় ছিলো। অথচ তারাই শত শত দর্শকের সামনে নেমেছেন ইংরেজীতে তর্ক যুদ্ধে।
কয়েক বছর আগে নিজের উদ্যোগে যশোর এমএম কলেজের শিক্ষক হামিদুল হক শাহিন তার বাড়িতে শিক্ষার্থীদের নিয়ে তৈরি করেন আইডিয়া সমাজ কল্যান সংস্থা। যেখানে তিনি স্পোকেন ক্লাস, বিসিএস প্রস্তুতি কোচিংসহ শিক্ষার্থীদের মান উন্নয়নে নানা রকম কর্মকান্ড চালিয়ে আসছেন। তাও আবার বিনা পয়সায়।
শিক্ষার্থীদের অভূতপুর্ব উন্নয়ন দেখে যশোর জেলা প্রশাসনের অনুরোধে ১০টি স্কুলে প্রাথমিকভাবে ‘ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাংগুয়েজ: ইএলসি’ নামে একটি প্রোগ্রাম হাতে নেন এই শিক্ষক। ৬ মাস ধরে ভাষা শিক্ষার সেই অনুশীলনে থেকে জেলা শহরে প্রায় এক হাজার শিক্ষার্থীকে প্রস্তুত করা হয়। যারা ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের মতোই ইংরেজীতে কথা বলতে পারেন।
কোচিং টিউশানি বা গাইডের মতো শিক্ষার চরম এই বাণিজ্যিক যুগেও সম্পূর্ণ বিনা পয়সায় নিবেদিত প্রাণ একজন শিক্ষক নিজেকে এভাবে বিলিয়ে দিতে পারেন; সেটি হামিদুল হক শাহিনকে না দেখলে বিশ্বাস করা কঠিন। এমন একজন মানুষকে পেয়ে অভিভূত যশোরবাসী।
ইংরেজী শেখা এই শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় ইএলসি সমাবর্তনের। যেখানে উপস্থিত হয়ে অভিভূত হন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.