Breaking News

আগামী বাজেটে জাতীয়করণের জন্য বাজেট বরাদ্ধের দাবী

নিজস্ব প্রতিবেদক।।

শিক্ষার মানোন্নয়নে আগামী বাজেটেই শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানোর সুপারিশ করেছে গণসাক্ষরতা অভিযান। একই সঙ্গে শিক্ষকরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কি না, তাও নিয়মিত পর্যবেক্ষণের জন্য মনিটরিং ব্যবস্থা জোরদারে বাজেটে বরাদ্দ রাখার সুপারিশ করেছে সংগঠনটি।

গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘শিক্ষার ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় এ সুপারিশ করা হয়।

সভায় জানানো হয়, গণসাক্ষরতা অভিযানের পক্ষ থেকে গত চার মাসে ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট ও জনমানুষের প্রত্যাশা’ বিষয়ে তৃণমূলের চাহিদা ও ভাবনা জানাতে জেলা পর্যায়ে চারটি এবং উপজেলা পর্যায়ে ছয়টি মতবিনিময় সভা করা হয়। সভা থেকে

তৃণমূলের যেসব চাহিদা ও প্রত্যাশা উঠে এসেছে এবং এ সংক্রান্ত গবেষণার ফল ও বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে সুপারিশমালা তৈরি করা হয়েছে।

এতে বলা হয়েছে, উপবৃত্তি হিসেবে শিক্ষার্থীদের দেওয়া অর্থের পরিমাণ বাড়াতে হবে। প্রান্তিক অঞ্চল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শতভাগ শিক্ষার্থীকে উপবৃত্তি দিতে হবে। কারিগরি শিক্ষার শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তির আওতায় অন্তর্ভুক্ত করতে হবে।

প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করা এবং তাদের লেখাপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেওয়ার জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে হবে।

আদিবাসী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা দরকার। তাদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধিতে বিশেষ সহায়তা প্রয়োজন।  এছাড়াও শিক্ষকদের জাতীয়করনের জন্য আগামী বাজেটে বরাদ্ধ দেওয়ার জোড় দাবী জানান শিক্ষকরা।

শিক্ষাবার্তা ডটকম/জামান/১৭/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

নন-ক্যাডার থেকে সহকারী সচিব হলেন যারা

ঢাকাঃ নন-ক্যাডার সহকারী সচিব পদে ১০ জন প্রশাসনিক কর্মকর্তা (এও) পদোন্নতি পেয়েছেন। সরকারি কর্ম কমিশনের …