লক্ষ্মীপুরঃ জেলার চন্দ্রগঞ্জে গুলিবিদ্ধ চার ছাত্রলীগ নেতার মধ্যে একজন এম সজিব চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
বুধবার দিবাগত রাত ২ টার দিকে ঢাকায় একটি হাসপাতালে তার মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় গত ৫ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন তিনি। এম সজিব চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে কফিল উদ্দিন কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী এম সজিব, ছাত্রলীগ কর্মী সাইফুল, জয় ও রাফি দুটি মোটরসাইকেলে করে চন্দ্রগঞ্জ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে পাঁচপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাদের উপর অতর্কিত গুলি করে পালিয়ে যায়। এতে চারজনই গুলিবিদ্ধ হয়।
পরে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করা হয়।
ঐতিহাসিক মুজিবনগর দিবসের সূচনাঐতিহাসিক মুজিবনগর দিবসের সূচনা
এই ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.