Breaking News

এবার ট্রেনে মই ব্যবসা, যা বলছেন নেটিজেনরা

নিজস্ব প্রতিবেদক।।

ম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মই বসিয়ে টাকার বিনিময়ে পথচারীদের ডিভাইডার পার করে দেওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। এবার একই ব্যবসা করতে দেখা গেছে রেলওয়ে স্টেশনে।

এরমধ্যে ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের একটি ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, কয়েকজন নারী-পুরুষ ৮-১০ ফুট উচ্চতার মই নিয়ে ছোটাছুটি করে ব্যবসা করেছেন। ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনগুলো আসলেই মই ব্যবসায়ীরা নেমে পড়েন এ কাজে। কেউ ট্রেনের ছাদ থেকে নামতে এবং উঠতে চাইলে তাদের ডাকলে সঙ্গে সঙ্গে মই নিয়ে ছুটে এসে ট্রেনের ছাদে লাগিয়ে দিতে দেখা গেছে। এরপর যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ১০ টাকা করে ভাড়া আদায় করেছেন তারা।

দৃশ্যটি শেয়ার করে অনেকের মতো এস কে সজীব নামে একজন ফেসবুক ব্যবহারী লিখেছেন, নতুন আরেক উদ্যোক্তা, এবার ট্রেনের ছাদে উঠার জন্য মই ভাড়া।

ফেসবুকে মোশাররফ হোসাইন নামে একজন ফেসবুকে লিখেছেন, এবারের ঈদে সবচেয়ে বেশি চোখে পড়েছে ট্রেনের ছাদে যাত্রী পরিবহন। কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী ১০ টাকার বিনিময়ে মই দিয়ে ঈদযাত্রীদের ট্রেনে তোলার ‘রমরমা’ ব্যবসা করে নিয়েছেন। একদিকে যেমন হয়েছে মানবতার কল্যাণ ঠিক তেমনিভাবে প্রকাশ পেয়েছে খন্ডকালীন ব্যবসায়ীদের এই অভিনব ক্রিয়েটিভিটি।আগে ট্রেনের ছাদে ওঠা বন্ধ করতে হবে। তাহলে এটা এমনি বন্ধ হয়ে যাবে। আর যদি ট্রেনের ছাদে ওঠা বন্ধ না হয়। তাহলে এটা একধরনের যাত্রী সেবা।

শুভ ভৌমিক লিখেছেন, বিবিএ না পড়েই এরা ব্যবসায়ীক স্ট্যাটিজিতে এগিয়ে, আর এদিকে বিবিএ প্রফেশনাল পড়েও কোন উন্নতি করতে পারছি না।

আবু তালহা আনাস লিখেছেন, ভাবতাছি আমিও মই ব্যবসা দিমু, আমের সিজনে আম গাছের নিচে একটা আরএফএল মই নিয়ে বসে থাকবো, যারা চুরি করতে আসবো-তাদের কাছ থেকে পার্সেন্টিজ নিমু।

রিফাত আলম জয়ের মন্তব্য, মানুষ কষ্ট করে ট্রেনে ওঠত।কোন কোন ভিডিওতে দেখলাম নারীদেরকে হেনস্তা করা হচ্ছে ট্রেনে উঠার সময়। এখন কেউ যদি মই দিয়ে ব্যবসা করে তাতে ক্ষতিটা কি।এতে তো যাত্রীদের উপকারই হচ্ছে।

আব্দুল আজিজ লিখেছেন, আগে ট্রেনের ছাদে ওঠা বন্ধ করতে হবে। তাহলে এটা এমনি বন্ধ হয়ে যাবে। আর যদি ট্রেনের ছাদে ওঠা বন্ধ না হয়। তাহলে এটা একধরনের যাত্রী সেবা। যেহেতু টিকেট কেটে ও বগিতে উঠা যায় না, ট্রেনের ছাদে উঠার জন্য রেলওয়ের কর্তৃপক্ষকে পর্যাপ্ত মই এর ব্যবস্থা করা দরকার।

মো: রাকিবুল হাসান লিখেছেন, ট্রেনের এই ব্যবস্থা অনেক আগে থেকেই চালু ছিলো, তবে সেটা ছিলো জামালপুর জেলায়.. দেওয়ানগঞ্জ স্টেশনে এই ব্যবস্থা চালু ছিলো, এখনো আছে..(২০১৮ সালে দেখেছিলাম)।

প্রসঙ্গত, গত ১৭ মার্চ নারায়ণগঞ্জের শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মই বসিয়ে টাকার বিনিময়ে পথচারীদের ডিভাইডার পার করে দেওয়া মো. রবিউল নামের এক যুবককে আটক করে কাঁচপুর হাইওয়ে থানা।

শিক্ষাবার্তা ডটকম/জামান/১৩/০৪/২০২৪

Check Also

তিন বছরে উচ্চ শিক্ষা সম্পন্ন করা প্রায় ১৯ লাখ শিক্ষার্থীর অধিকাংশই বেকার

ঢাকাঃ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে গত তিন বছরে (২০২১-২৩) উচ্চ শিক্ষা সম্পন্ন করেছেন …