রুমানা শাহীদ’র মাস্টার্স অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন

নিজস্ব প্রতিবেদক।।

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষিকা ও শিক্ষাবার্তা ডট কম এর সাব এডিটর রুমানা শাহীদ এর মার্কিন যুক্তরাষ্ট্রের গ্যানন বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন”।

ঢাকা মহানগরীর কাকরাইলে অবস্থিত উইলেস লিটল ফ্লাওয়ার স্কুল এবং কলেজের সিনিয়র শিক্ষিকা এবং শিক্ষাবার্তা ডট কম এর প্রাক্তন মহিলা সম্পাদিকা রুমানা সহিদ মার্কিন যুক্তরাষ্ট্রের গ্যানন বিশ্ববিদ্যালয় হতে জিপিএ ৩.৯ পেয়ে মাস্টার্স অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেছেন।

রুমানা শাহীদ, ঢাকা জেলাধীন শরৎগুপ্ত রোড, নারিন্দার এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। ১৯৯৫ সালে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং ১৯৯৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর দেশী ও বিদেশী কয়েকটি প্রতিষ্ঠানে চাকুরী করেন।

শিক্ষাকতা পেশার প্রতি আগ্রহ থাকায় ২০০১ সালের মে মাসে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এবং কলেজ, ঢাকা, বাংলাদেশ এ ইংরেজি শিক্ষক হিসেবে তার শিক্ষামূলক ক্যারিয়ারটি শুরু করেন। ২২ বছরের বেশি সময় ধরে, তিনি নিজেকে একজন সিনিয়র ইংরেজি শিক্ষক হিসেবে উন্নত করেছিলেন এবং একই প্রতিষ্ঠানের শিক্ষকতার পাশাপাশি একাডেমিক কো-অর্ডিনেটর হিসেবে ব্রিটিশ কাউন্সিল এবং এডএডক্সেল এর সাথে শিক্ষার্থীর পরীক্ষা সংক্রান্ত যাবতীয় গুরুত্তপুর্ন দায়িত্ব পালন করেন।

তার শিক্ষামূলক ক্যারিয়ারের দক্ষতাকে তুলনামূলকভাবে বৃদ্ধির প্রয়াসে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে পেশাগত ডিগ্রি, যেমন B.Ed এবং M.Ed এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত বিভিন্ন সার্টিফিকেট কোর্স ফলভাবে সম্পন্ন করেছিলেন, যেগুলি তাকে তার ছাত্র-ছাত্রীদের জন্য সেরা পেশাদার সেবা প্রদানে সজ্জল করেছিল।

তার কর্মকালীন চলার পথে অবিচল বক্তব্য, শিক্ষার দক্ষতা এবং সমাজের উন্নতির প্রতি অবিচল সমর্থনের মাধ্যমে তাঁকে প্রাতিষ্ঠানিক এবং সামজিক পরিচিত পেতে সাহায্য করে। শিক্ষার প্রতি তার গভীর আগ্রহ এবং অবিরত প্রচেষ্টা দ্বারা, তিনি তার শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী , বিদ্যালয় পরিচালনা কমিটি এবং প্রয়োজনীয় সামাজিক উন্নতির প্রতি অসাধারণ প্রভাব ছেড়ে দেন। রুমানা শাহীদের অবদানগুলি শিক্ষার শক্তির এবং সমাজের উন্নতির জন্য নিষ্ঠাবান ব্যক্তিদের পরিণতি হিসেবে পরিচিতি দেয়।

অবিরত শিক্ষার অনুসন্ধানে এবং তার প্রশাসনিক কার্যক্রমের উপর দক্ষতা ও বিস্তার লাভের প্রয়াসে তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার জন্য আগ্রহী ছিলেন। যার সূত্রপাত মে,২০২২ সালের গ্যানন ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্রের তাঁর ভর্তির মাধ্যমে এক সাহসী যাত্রার মাধ্যমে ।

অনেক বাঁধা , প্রতিকুল পরিবেশ মোকাবেলা করে অসম্ভব মনোবল ও পরিস্রমের মাধ্যমে ১০ ডিসেম্বর ,২০২৩ এ আনুষ্ঠানিকভাবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাফল্যের সাথে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন, যা তাঁর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার যাত্রাকে অপ্রতিরোধ্য দিক প্রদান করবে বলে বিচার করা যায় নিঃসন্দেহে । এই অর্জন তাঁর জ্ঞান লাভের প্রতি তীব্র আগ্রহ এবং অদম্য মানসিক শক্তির প্রশংসনীয় উদাহরন হিসেবে শিখাবার্তা পরিবার মনে করে।

গ্যানন বিশ্ববিদ্যালয়ে অবস্থানের সময়ে রুমানা সহিদ মার্কিন যুক্তরাস্ট্রের আটলান্টায় অবস্থিত HerWILL Inc নামক আন্তর্জাতিক ননপ্রপিট অর্গানাইজেশনে ফান্ড রাইসিং এবং পাবলিক রিলেশন ম্যানেজার হিসেবে দীর্ঘ সময় দক্ষতার সাথে ইন্টার্নশীফ সম্পন্ন করেন। তার শিক্ষামূলক দক্ষতা স্বীকৃতি পেয়েছিল যখন একটি নিবন্ধ, “”Enlightening Bangladesh: Navigating power sector challenges through PPP excellence,” যা গ্যানন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও পরিসংখ্যান পদ্ধতি বিভাগ কর্তৃক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হবার জন্য নির্বাচিত হয়েছিল।

যার মাধ্যমে তিনি বাংলাদেশের পাবলিক এবং প্রাইভেট সেক্টরের বিদ্যুৎ বিভাগের একটি সার্বিক গবেষণা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছেন। গত জানুয়ারি,২০২৪ সালে আন্তর্জাতিক জার্নাল JIPD এর EnPress এ তাঁর নিবন্ধটি প্রকাশিত হয়েছে। ইছাড়াও তাঁর প্রায় ১০টি গুরুত্বপুর্ন রিসার্স বিষয় বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

রুমানা সহিদ এর দীর্ঘদিনের কর্মস্থল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ হতে তাঁর শিক্ষা ছুটি বর্ধিত না হওয়ায় তিনি মে, ২০২৩ সালে স্বেচ্ছায় চাকুরী হতে অব্যাহতি নেন। তিনি বর্তমানে Taskimcompetus Inc., নিউ অরলিন্স, লুইসিয়ানা,যুক্তরাষ্ট্র তে একজন Business Analyst হিসেবে কর্মরত আছেন, যেখানে তিনি ব্যাসায়িক বিভিন্ন প্রনালী বিশ্লেষণ এবং প্রকল্প পরিচালনার প্রাতিষ্ঠানটিক প্রজ্ঞার সুযোগ নিয়ে কাজ করছেন।

পেশাদার চেষ্টা বাইরে, রুমানা সহিদ যুক্তরাষ্ট্রের সামাজিক সেবামুলক কার্যক্রমের সাথে ইতোমধ্যে নিজেকে ব্যস্ত রেখছেন। যুক্তরাষ্ট্রের Open Hand Atlanta এবং YMCA Atlanta এর মত আন্তর্জাতিকভাবে নামকরা অলাভজনক সংস্থাগুলিতে সক্রিয়ভাবে নিয়মিত Volunteer হিসেবে সেবামুলক কাজ করে যাচ্ছেন।

পারিবারিক ও সামজিকভাবে নারীর ক্ষমতায়ন ও তাদের গুরুত্বকে মানুষের কাছে পৌঁছে দেবার লক্ষ্যে তিনি Shikkhabarta.com এর মহিলা বিষয়বস্তু সম্পাদক হিসেবে দীর্ঘ সময় নিজেকে আত্মনিয়োগ করেছিলেন।

রুমানা এর শিক্ষা ও সামাজিক কল্যাণে সমর্পণ তার ব্যক্তিগত জীবনেও প্রসারিত। তিনি এবং তার স্বামী, মোঃ রাশেদ ইসলাম (প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের প্রাক্তন বিভাগীয় মনিটরিং অফিসার) পরবর্তী প্রজন্মের সফল বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ এবং কর্মজীবনে দুজনেই যথেষ্ট সুনাম এবং প্রশংসা অর্জন করছেন। যেটি তাদের একমাত্র পুত্রকে উত্তরণ করে, যে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সরকারি স্কুলে ১২ম শ্রেণীর ছাত্র।

পূর্বদর্শী চিন্তাধারা দিয়ে রুমানা সহিদ সামাজিক কল্যাণের জন্য দেশী ও আন্তর্জাতিক পর্যায়ের অলাভজনক প্রতিষ্ঠানের সাথে নিজেকে নিয়োজিত করে তাঁর দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানগুলির আয়তন বা বিস্তার বৃদ্ধির জন্য কাজ করতে আগ্রহী যার মাধ্যমে তিনি সমাজের উপকারে মানুষের জন্য কাজ করার সুযোগ সব সময় খুজে যাচ্ছেন।

তার পথচলা জ্ঞানের শক্তি, উদ্দীপনা এবং অন্যের সেবা প্রদানের প্রতি অবদানের একটি অজ্ঞিকার। Shikkhabarta.com খুব গর্ব করে আমাদের মাননীয় সদস্য, রুমানা শাহীদের চমৎকার অবদান স্বীকার করতে। তার উদ্দীপনা, প্রতিশ্রুতি এবং দক্ষতা আমাদের সংস্থার অমূল্য সম্পদ, এবং আমরা তাকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই।

রুমানা যখন নতুন উদ্যোগে প্রবেশ করছেন, তখন আমরা তাকে এবং তার পরিবারকে আগামীতে সাফল্য এবং পুরনোত্তর সন্তুষ্টি কামনা করছি।

শিক্ষাবার্তা ডট কম/জামান/১২/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.