এইমাত্র পাওয়া

গাজীপুরে বাসচাপায় প্রাণ গেল কলেজ ছাত্রের

গাজীপুরঃ গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের করমতলা এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম হাবিব (১৮)। তিনি টঙ্গী পূর্ব থানার মরকুন মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি পূবাইল আদর্শ কলেজের শিক্ষার্থী এবং আনোয়ার গ্রুপে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলযোগে পূবাইলের মীরেরবাজারের দিকে যাচ্ছিলেন হাবিব। এ সময় একটি ইজিবাইক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেলের চালক সড়কে পড়ে গেলে নরসিংদী থেকে আসা ঢাকাগামী পূবাইল পরিবহন লিমিটেডের একটি বাস মোটরসাইকেল চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। তবে বাস ও চালক কাউকেই আটক করা যায়নি।

ওসি মো. কামরুজ্জামান বলেন, সকালে করমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন কলেজছাত্র মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.