এইমাত্র পাওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী বেলা ১টা ৩০ মিনিটে এ পরীক্ষা শুরু হবে।

৬৭১টি কেন্দ্রে ১ হাজার ৯১১টি কলেজে ৩ লাখ ৫৩ হাজার ১০৩ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। ১৩ মে এই পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি আরও জানান, পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০২-৯৯৬৬৯১৫১৭ এবং ০২-৯৯৬৬৯১৫৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০২/২০২৪ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.