এইমাত্র পাওয়া

১০০ সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকাঃ সহকারী জজ নিয়োগে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য জানান বিজেএসসির সহকারী সচিব ইয়াসমিন বেগম।

এর আগে সোমবার বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের এ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ মার্চ থেকে শুরু হয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। এ পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাবেন ১০০ জন।

যারা আবেদন করতে পারবেন-

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা আইন বিষয়ে স্নাতক অথবা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

স্নাতক ও স্নাতকোত্তর স্তরে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে।

আইন বিষয়ে স্নাতক অথবা স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে পরীক্ষা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের আগেই শেষ হতে হবে।

আগামী মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা এবং পরে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.