নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন দুই লাখ ছাড়িয়েছে। গত ৪ জানুয়ারি থেকে শুরু হওয়া অনলাইন আবেদন শেষ হবে আগামীকাল (১৮ জানুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিটে। তবে ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত দেওয়া যাবে ভর্তি আবেদন ফি।
এরই মধ্যে ২ লাখ ৮ হাজার ৫৩৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক খাইরুল ইসলাম। বুধবার (১৭ জানুয়ারি) সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে আবেদনের সময় বাড়ানো হবে কি না এমন প্রশ্নে অধ্যাপক মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত অনলাইন আবেদনের সময় বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি। ভর্তি পরীক্ষা কমিটি সিদ্ধান্ত নিলে তখন জানানো হবে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের তথ্যমতে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে। ইউনিটটিতে এখন পর্যন্ত আবেদন করেছেন ৮৯ হাজার ৭১২ জন শিক্ষার্থী। দ্বিতীয় সর্বোচ্চ কলা ও মানববিদ্যা অনুষভুক্ত ‘বি’ ইউনিটে ৫৪ হাজার ৯৫১, ‘বি’-১ উপ-ইউনিটে ১ হাজার ২৮৪ জন। ব্যবসায়ে প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ১৩ হাজার ৭২৫ জন। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে, ৪৭ হাজার ৫২৪ এবং ‘ডি’-১ উপ- ইউনিটে ১ হাজার ৩৪০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
ইন্টারনেট সুবিধাসংবলিত কম্পিউটার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটের (https://admission.cu.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.