মৌলভীবাজারঃ জেলার জুড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় খাদিজা আক্তার সুলতানা নামে ১১ বছর বয়সী এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় কুলসুমা বেগম নামে অপর এক স্কুলছাত্রী আহত হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাদিজা উপজেলার রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও বিরইনতলা গ্রামের আব্দুল জলিলের মেয়ে। এছাড়া আহত কুলসুমা একই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, উপজেলার রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী খাদিজা সুলতানা ও নবম শ্রেণির কুলসুমা বেগম সকালে বিদ্যালয়ে যায় ভর্তি হতে। পরে ভর্তি শেষে তারা বাড়ি ফিরছিল। পথে বিদ্যালয়ের সামনের ফুলতলা ইউনিয়নের বটুলী আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিলে খাদিজা ও কুলসুমা সড়ক থেকে পাশের খাদে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর তারা দুজনে বেশকিছু সময় সড়কের পাশের খাদের পানিতে পড়ে ছিল।
পরে আশপাশের লোকজন দেখতে পেলে দ্রুত তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। ওই সময় কর্তব্যরত চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন। সেই সঙ্গে আহত কুলসুমাকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জুড়ী থানার এসআই ফরহাদ মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.