প্রস্তুত সচিবালয়: নতুন মন্ত্রীরা দপ্তরে যাবেন আজ

ঢাকাঃ  নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ করে নিতে সচিবালয়ে চলছে নানামুখী প্রস্তুতি। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রি-প্রতিমন্ত্রীদের দপ্তর নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও দপ্তরে দপ্তরে চলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। সরানো হয় পুরনো সব কাগজপত্র।

সরজমিন ঘুরে দেখা গেছে, শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও কুয়াশা মোড়ানো শীতের সকালেই সচিবালয়ে শুরু হয় ধোয়ামোছা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। অর্থ, কৃষি, বন ও পরিবেশ, তথ্য ও সম্প্রচারসহ সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর পরিপাটি করে তোলার কাজ চলে জোরেশোরে। কোনো কোনো মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর চকচকে করে তুলতে নতুন করে দেয়া হয় রং। মন্ত্রি-প্রতিমন্ত্রীদের কক্ষের সামনে লাগানো হয় নামফলক। মন্ত্রি-প্রতিমন্ত্রীদের দপ্তর গোছগাছের কাজে কর্মকর্তারাও কাটিয়েছেন ব্যস্ত সময়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা থেকেই মন্ত্রীরা দপ্তরে পৌঁছে যাবেন। এরইমধ্যে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্তলাল সেন ও ভূমিমন্ত্রী দিনের সূচি ঘোষণা করে বলেছেন, সকালে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বসবেন। এরপরে স্বাস্থ্যমন্ত্রী বেলা ১১টায় এবং ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ দুপুর ১২টায় সাংবাদিকদের সঙ্গে প্রারম্ভিক সংবাদ সম্মেলন করবেন।

কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেছেন, কৃষির নানা বিষয় নিয়ে সকালেই কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন। দেশের কোথাও কোনো পতিত জমি রাখা যাবে না জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে জোর দেয়া হবে। মাঠ পর্যায়ে কর্মরত কৃষি কর্মকর্তাদের মাঠেই থাকতে হবে জানান তিনি।

বন ও পরিবেশ মন্ত্রণালয়ে গিয়ে দেখা গেছে, মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর কক্ষসহ পুরো মন্ত্রণালয় নতুনভাবে সাজানো হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় মন্ত্রণালয়ে প্রথম যাবেন সাবের হোসেন চৌধুরী। তাকে বরণ করার জন্য কর্মকর্তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিসভার ৩৭ জন সদস্য শপথ নেন। শুক্রবার ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি শেষে আজ রবিবার থেকে দাপ্তরিক কাজ শুরু করবেন দায়িত্বপ্রাপ্ত নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রীরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০১/২০২৪  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার এবং শিক্ষা সংশ্লিষ্ট সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.