ঢাকাঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার মোহনগঞ্জে কোন কর্মকর্তা বা শিক্ষক কোন কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করবেন সেই তালিকা তৈরি করে নির্বাচন কর্মকর্তার কাছে পাঠিয়েছেন একজন শিক্ষক। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
এ তালিকা তৈরি করেছেন শিক্ষক মু. রানা আসিফ। তিনি উপজেলার মানশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি। রানা আসিফ এর আগেও নিয়মবহির্ভূতভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটিতে সদস্য হয়েছেন। বুধবার তালিকা তৈরি করে পাঠানোর বিষয়টি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহিরুল হক নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, উপজেলার কোন কেন্দ্রে কোন কর্মকর্তা ভোট গ্রহণের দায়িত্ব পালন করবেন এ তালিকা তৈরি করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা। একজন শিক্ষকের এ তালিকা কোনোভাবেই তৈরি করে পাঠানোর এখতিয়ার নেই। রানা আসিফ যেটা করেছেন সেটা অন্যায়। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
এ ব্যাপারে রানা আসিফ বলেন, আমাদের যেহেতু নারী শিক্ষক বেশি তাই কাকে কোথায় দিলে ভালো হয় সে বিষয়ে একটা তালিকা দেওয়া হয়েছে। শিক্ষক নেতারা প্রতি নির্বাচনেই এমনটা করেন। তবে এবার সেই তালিকা গ্রহণ করা হয়নি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.