Breaking News

গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলের হামলা

ঢাকাঃ গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। খান ইউনিসে ফিলিস্তিনিদের বাড়িঘরেও গতকাল হামলা হয়েছে। এতে নতুন করে অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।

৭ অক্টোবর ইসরায়েলের ভেতর হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে বারোশর মতো মানুষ নিহত হন। তারা আড়াইশর মতো মানুষকে জিম্মি করেছিল। বদলা নিতে সেদিন থেকেই যুদ্ধবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে গাজায় সর্বাত্মক সামরিক হামলা চালাচ্ছে ইসরায়েল। এরই

মধ্যে প্রায় ১৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নেতানিয়াহুর প্রতিরক্ষামন্ত্রী এখন বলছেন, হামাসকে নির্মূল করাল লক্ষ্যে যে ‘অভিযান’ শুরু হয়েছে, তা আরও কয়েক মাস দীর্ঘ হবে। অবশ্য তাদের প্রধান মিত্রশক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তেলআবিবকে অনুরোধ করেছেন যেন দ্রুত যুদ্ধ শেষ হয়। অন্যদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গতকাল পশ্চিমতীরের রামাল্লায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করেছেন।

যুদ্ধের সাত সপ্তাহের মাথায় সাত দিনের যুদ্ধবিরতিতে কিছু জিম্মি ছাড়া পান। হামাসের হাতে এখনো বেশ কিছু জিম্মি আছে। অন্যদিকে ইসরায়েলের কারাগারগুলোয় বন্দি আছে হাজার হাজার ফিলিস্তিনি। হামাস এখন বলছে, আগ্রাসন বন্ধ না করলে বন্দি বিনিময় নিয়ে আর কোনো আলোচনা হবে না। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, তারা তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের কাতার সফর বাতিল করেছে।

গাজাজুড়ে হামাসের সুড়ঙ্গে জিম্মিরা আটকা থাকতে পারে বলে ইসরায়েল মনে করে। জিম্মিদের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করার কথা গতকাল জানিয়েছে ইসরায়েল। এদিকে সুড়ঙ্গে হামাসের অস্ত্রভাণ্ডার আছে, এই দাবি তুলে সেখানে সাগর থেকে পানি ঢালা শুরু করেছে তারা। এতে সুফল মেলারও দাবি করেছে তারা।

এই যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা চালাচ্ছে বলে বিশ^ব্যাপী অব্যাহতভাবে নিন্দা হচ্ছে। সর্বশেষ জাতিসংঘের সাধারণ পরিষদে যুদ্ধবিরতির

প্রস্তাব পাস হওয়ার পরও ইসরায়েল যুদ্ধ ও বর্বরতা থামাচ্ছে না।

গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিমতীরেও ফিলিস্তিনিদের ওপর নির্যাতন করছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে সেখানে আড়াইশর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমনকি সেখানে একটি মসজিদে ঢুকে মাইক্রোফোনে ইহুদিদের প্রার্থনা সংগীত গেয়েছেন ইসরায়েলি সেনারা। পরে তাদের সামরিক বাহিনী থেকে ছাঁটাই করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

নতুন শিক্ষাক্রমে নির্বাচনী পরীক্ষা হবে না

নিজস্ব প্রতিবেদক।। নতুন শিক্ষাক্রম অনুযায়ী, কোনো শিক্ষার্থী যদি দশম শ্রেণিতে ৭০ শতাংশ কর্মদিবসে উপস্থিত না …