ঢাকাঃ ছাত্র-শৃঙ্খলা সংক্রান্ত বিধি ভঙ্গের পৃথক ঘটনার দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ সময়ের মধ্যে বহিষ্কৃত শিক্ষার্থীরা কোনো ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এছাড়া আবাসিক হলে অবস্থানের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে৷
সোমবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য জানায়। বহিষ্কৃতরা হলেন, বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অসিত পাল ও ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের জয়দ্বীপ দাস।
গত ৪ জুন রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের নিজ কক্ষে বান্ধবীকে নিয়ে আড়াই ঘণ্টা অবস্থান করে জয়দ্বীপ দাস। এরপর হল প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও ডিসিপ্লিনারি বোর্ডের সুপারিশ পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮ এর ৩ (২) (খ) ধারা অনুযায়ী ১ বছরের জন্য বহিষ্কার করা হয়।
অন্যদিকে গত ৮ ফেব্রুয়ারি রাতে লক্ষীপুর জেলার ওয়ালি উল্লাহ নামে এক যুবককে রাজধানীর খিলগাঁও থেকে ‘ডেভিলস ব্রেথ’ নামক চেতনানাশক ওষুধ প্রয়োগ করে অপহরণ করা হয়। এরপর তাকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলে আটকে রেখে ৪৫ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ ওঠে বাংলা বিভাগের শিক্ষার্থী অসিত পালের বিরুদ্ধে। এ ঘটনার তদন্তসাপেক্ষে অসিত পালকে আগামী ১ বছরের জন্য বহিষ্কার হয়।
জানা যায়, বহিষ্কৃত দুজনেই জাবি শাখা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত এবং তারা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের অনুসারী হিসেবে পরিচিত।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.