কারাগারে জঙ্গলবাধাল বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক জুলফিকার

নিজস্ব প্রতিবেদক, যশোরঃ শতাধিক ছাত্রীকে যৌন হয়রানির মামলায় জেলার সদর উপজেলার কোতোয়ালীধীন জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার কোতোয়ালী থানা পুলিশ তাকে আদালতে পেশ করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগে  বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের লাল দিঘিরপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ২৫ জুন ২০২৩ ইং তারিখে “একাধিক ছাত্রীকে যৌন হয়রানী করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক জুলফিকার” শিরোনামে শিক্ষাবার্তা”য় সংবাদ প্রকাশিত হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক জুলফিকার আলী একাধিক ছাত্রীকে নিজের অফিসকক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন। এক অভিভাবক সদস্য এর প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও প্রতিকার না পেয়ে যশোর জেলা আদালতে প্রধান শিক্ষকের নামে যৌন হয়রানীর মামলা করেন। মামলাটি তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান। তবে বিচারক ওই তদন্ত প্রতিবেদন গ্রহণ না করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আসামি জুলফিকার আলীর বিরুদ্ধে।

যশোরে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক পলাশ বিশ্বাস জানান, প্রধান শিক্ষক জুলফিকার আলী চাকরিকালে শতাধিক ছাত্রীকে নিজের অফিস কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী এক ছাত্রীর বাবা ও অভিভাবক সদস্য প্রথমে সভাপতির কাছে অভিযোগ দেন। পরবর্তীতে তিনি জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এমনকি মন্ত্রণালয়েও অভিযোগ করেন। কিন্তু কোনো প্রতিকার পাননি। সর্বশেষ তিনি কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, মামলাটি তদন্ত করে আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই কামরুজ্জামান। বিচারক তদন্ত রিপোর্ট মূল্যায়ন না করে আসামি জুলফিকার আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর বুধবার সন্ধ্যায় এএসআই তৌহিদুল ইসলাম যশোর শহরের লাল দীঘিরপাড় থেকে তাকে গ্রেফতার করেন।

আরও পড়ুনঃ জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়: সেই প্রধান শিক্ষক জুলফিকার গ্রেফতার

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.