বিন-ই-আমিন,নলছিটিঃঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার নির্বাহী অফিসার মো. আশ্রাফুল ইসলাম কে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছেন নলছিটি উপজেলা শিক্ষা পরিবার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস,কলেজ মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার আয়োজনে অদ্য ৭ জুলাই বিকেল সাড়ে ৪ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ সংবার্ধনা দেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজিম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আশ্রাফুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,শিক্ষক ও প্রতিনিধি উপস্থিত ছিলেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আমিন’র সঞ্চালনায় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যকালের বিভিন্ন কাজের স্মৃতিচারণ করেন প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বাবুল,জাকির হোসেন,একরামুল করিম মিঠু,খায়রুল বাশার রানা,উপাধ্যক্ষ বাহাউদ্দীন,মো. জলিলুর রহমান আকন্দ, অধ্যক্ষ( ভারপ্রা) রফিকল ইসলাম কবির। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আশ্রাফুল ইসলাম তার কার্যকালে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ ও সহযোগিতাপূর্ণ ব্যবহারের জন্য প্রতিষ্ঠান প্রধানদের প্রতি কৃতজ্ঞতা জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.