পরীক্ষার হলে প্রশ্নের উত্তর বলে না দেওয়ায় শিক্ষক লাঞ্ছিত

পিরোজপুরঃ পরীক্ষার হলে শিক্ষার্থীকে প্রশ্নের উত্তর বলে না দেওয়ায় শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন অভিভাবকরা। শিক্ষকের নাম আবু হানিফ। বৃহস্পতিবার উপজেলার বেতকা গোয়ালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এই পরিস্থিতির শিকার হন।

আবু হানিফ ওইদিন বার্ষিক মূল্যায়ন পরীক্ষার হলে পরিদর্শকের দায়িত্বে ছিলেন। এ সময় সাইমুন জাহান ফারিয়া নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী তার কাছে প্রশ্নের উত্তর জানতে চায়। তিনি বিষয়টি এড়িয়ে যান। ওই শিক্ষার্থী পরীক্ষা শেষে বাড়ি ফিরে তার অভিভাবকদের বিষয়টি জানায়। অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের কাছে মুঠোফোনে ঘটনা জানতে চান। প্রধান শিক্ষক জাহানারা খানম তাদের বিদ্যালয়ে এসে বিষয়টি আলোচনা করতে বলেন। কিন্তু শিক্ষার্থীর ভাই সজিব খান, চাচাতো ভাই মহসিন হোসেন মিন্টু ও ইয়াছিন খান সংঘবদ্ধ হয়ে শিক্ষক আবু হানিফকে কিল-ঘুসি ও চড়-থাপ্পড় মারে।

সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় বলেন, শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে ন্যায়বিচারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাব।

এ বিষয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কাউখালী উপজেলার শাখার সভাপতি সুব্রত রায় বলেন, বিদ্যালয়ের অভ্যন্তরীণ তুচ্ছ কোনো ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত চিহ্নিত সন্ত্রাসীরা শিক্ষককে রাস্তাঘাটে মারধর, লাঞ্ছিত, অপমান-অপদস্থ করবে এটা মেনে নেয়া যায় না। এ অপমান গোটা শিক্ষক সমাজের। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের নিকট দাবি জানান তিনি। কাউখালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ জাকারিয়া বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.