এইমাত্র পাওয়া

হরতালের সমর্থনে ঢাবির বিভিন্ন ফটকে তালা

নিউজ ডেস্ক।।

হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন ফটকে তালা ঝুলিয়েছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার (১৯ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যারয়ের গেটে তালা ঝুলানো দেখা যায়।
ছাত্রদলের ঢাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিকের নেতৃত্বে প্রশাসনিক ভবন ও ডাকসু ভবনে তালা লাগিয়ে ব্যানার সাটিয়াছে তারা।

আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও ডাকসু ভবনে তালা লাগিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বার্তা দিতে চাই আওয়ামীলীগের রক্ষাকবজ না হয়ে নিরাপদ, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠা করুন। ছাত্রলীগবান্ধব প্রশাসন না হয়ে রাজনৈতিক সহ অবস্থান নিশ্চিত করুন ও সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে প্রকৃত অভিভাবকের দায়িত্ব পালন করুন। অকার্যকর ডাকসু সচল করুন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.