ঢাকাঃ ১। এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস করা প্রার্থীরা কি আবেদনের সুযোগ পাবেন? আবেদনের শেষ তারিখ?
উত্তর : এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস করা প্রার্থীরা স্কুল পর্যায়-২-এ আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৩।
২।প্রিলিমিনারিতে (এমসিকিউ) কত নম্বরে পাস?
উত্তর : ৪০ নম্বরে পাস।
উল্লেখ্য, এমসিকিউ পরীক্ষা লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা মাত্র। এই পরীক্ষার নম্বর লিখিত পরীক্ষায় যোগ হবে না।
।একসঙ্গে কয়টি পর্যায়ে আবেদন করা যাবে?
উত্তর : একজন প্রার্থী দুটি পর্যায়ে (স্কুল অথবা স্কুল-২ পর্যায় এবং কলেজ পর্যায়)। স্কুল এবং স্কুল পর্যায়-২-এর পরীক্ষা একসঙ্গে হবে।
৪। বাছাই প্রক্রিয়া কিভাবে?
উত্তর : প্রার্থী লিখিত পরীক্ষায় যে নম্বর পাবেন, সে অনুযায়ী প্রার্থীর ক্রম সাজানো হবে।
পরবর্তী সময়ে গণবিজ্ঞপ্তি হওয়ার পর প্রার্থীদের স্কুল কিংবা কলেজ নির্বাচন করে আবেদন করতে হবে। আবেদনের পর উপযুক্ত প্রার্থীদের বাছাই করা হবে।
৫। এমসিকিউ প্রস্তুতির জন্য কোন বইটি ভালো?
উত্তর : এমসিকিউ পরীক্ষায় যেহেতু শুধু পাস নম্বর তোলাটাই লক্ষ্য, তাই বাজারের যেকোনো সমৃদ্ধ বই পড়লেই এই ধাপের যথাযথ প্রস্তুতি নিতে পারবেন। তবে যেসব বইয়ে শর্ট সাজেশন, মডেল টেস্ট ও বিগত প্রশ্নপত্র রাখা হয়েছে, সেসব বই পড়তে পারেন।
৬। লিখিত পরীক্ষার প্রশ্ন কোথায় থেকে হয়?
উত্তর: স্কুল ও কলেজ পর্যায়ের জন্য আপনার একাডেমিক বিষয়ের ওপর লিখিত পরীক্ষ হবে। স্কুল পর্যায়-২-এর জন্য বাংলা, ইংরেজি ও গণিত।
৭। পরীক্ষায় ভুল উত্তরের জন্য কি নম্বর কাটা হয়?
উত্তর : ১৮তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রতিটি ভুল উত্তরের জন্য এমসিকিউ পরীক্ষায় নম্বর (০.২৫) কাটা হবে। পরীক্ষার প্রশ্নপত্রে এ ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা উল্লেখ থাকবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.