এইমাত্র পাওয়া

মেহেরপুরে জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মেহেরপুর প্রতিনিধি।।

মেহেরপুর জেলা প্রেসক্লাব ৬ বছর পেরিয়ে ৭ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে এ মাসের প্রথম দিন থেকে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার মধ্যে দিয়ে সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ক্লাব কনফারেন্স রুমে। জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্ততের জেলা প্রতিনিধি তোজাম্মেল আযমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দৈনিক মেহেরপুর প্রতিদিন এর ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব চান্দুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সম্পাদক ও মেহেরপুর প্রতিদিন এর সম্পাদক ইয়াদুল মোমিন, ক্লাবের সহ সভাপতি নাসের চৌধুরী, সাংবাদিক মহসিন আলী, যুগ্ন সম্পাদক আক্তারুজ্জামান, হারুনুর রশিদ রবি,আক্তারুজ্জামান অল্ডাম, মাসুূ রানা, সিরাজুদ্দৌলা পাভেল, শাহীন এ সিদ্দিকী, তোফায়েল হোসেন, রফিকুল আলম বকুল সহ প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। সভার শুরুতে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম শুভেচ্ছা বক্তব্য রাখেন।

পরবর্তীতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চান্দু গত দুই বছরে বর্তমান নিবার্হি কমিটির কার্যক্রম তুলে ধরেন ও আয় ব্যয়ের বার্ষিক রিপোর্ট সদস্যদের সামনে তুলে ধরেন। প্রেসক্লাবের পক্ষ থেকে সকল সদস্যদের খয়েরী শার্ট- ও লোগো সম্বলিত কাপ উপহার দেওয়া হয়। ক্লাবের প্রায় সকল সদস্য ক্লাবের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন।

তাদের মতামতগুলো বাস্তবায়নের জন্য অঙ্গীকার করা হয়। সভায় ক্লাবের সকল সদস্যদের ক্লাবের সকল কার্যক্রমে নিয়মিত উপস্থিত হওয়া ও পেশাদার মনোভাব নিয়ে কাজ করার আহবান জানান হয়।

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জেলা প্রেসক্লাবের সুনাম অক্ষুণ্ণ রাখার প্রত্যায়ের মাধ্যমে দিনব্যাপী এ সাধারণ সভা সমাপ্ত হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.