নাটোরঃ জেলার নলডাঙ্গা উপজেলার মাধনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামাণিককে নির্দোষ দাবি করে নাটোর শহরে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী ও সহকর্মী কলেজ শিক্ষক বীথিকা সরকার।
একইসময়ে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে চাকরি থেকে বহিষ্কারের দাবিতে কলেজের সামনের রেলস্টেশনে স্থানীয় মাধনগর ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন করেছে। এর আগে মঙ্গলবার নয়ন চন্দকে শিক্ষক নিয়োগের নামে প্রতারণার মামলায় কারাগারে পাঠিয়েছিল আদালত।
বৃহস্পতিবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যক্ষের স্ত্রী দাবি করেন, তার স্বামীর বিরুদ্ধে ২০ লাখ টাকা প্রতারণার অভিযোগে মামলা দায়েরকারী নাটোর সদরের সাধুপাড়ার আয়েজ উদ্দীনের ছেলে মোজ্জাম্মেল হক কলেজে প্রভাষক পদে চাকরি দেয়ার জন্য কোনো টাকা দেননি। ওই শিক্ষকের একটি সনদ জাল থাকায় অধ্যক্ষ তার বেতন করতে পারেননি বলে তিনি দাবি করেন। অপরদিকে একই সময়ে কলেজের সামনের রেলস্টেশনে প্রতারণার অভিযোগে নয়নকে চাকরি থেকে বহিষ্কারের দাবিতে স্থানীয় মাধনগর ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সঞ্চয়, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান রকি, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন মৃধা, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান টুকু, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. আপন প্রমুখ। বক্তারা বলেন, নয়ন চন্দ্র কলেজে নিয়োগসহ নানা দুর্নীতি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। শহরের তেবাড়িয়ায় বহুতল ভবণ নির্মাণ করে ভাড়া দিয়েছেন। তাকে দ্রুত অধ্যক্ষের পদ থেকে অপসারণের দাবি জানানো হয়।
এদিকে প্রভাষক মোজাম্মেল হক দাবি করেন, তিনি অধ্যক্ষকে ২ বারে নগদ ২০ লাখ টাকা প্রদান করেছেন।
তিনি জানান, তার কোনো সনদ জাল নয়, বীথিকা সরকার একইসঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং এই কলেজে চাকরি করছিলেন, এ বিষয়সহ অধ্যক্ষের দুর্নীতি নিয়ে তিনি মুখ খুললে তারা উভয়ে মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব কথা বলেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.