এইমাত্র পাওয়া

মীরসরাইয়ে ১০০ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

চট্টগ্রামঃ জেলার মীরসরাই উপজেলায় ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯৮টি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ মর্যাদার প্রধান শিক্ষক নেই। এতে করে ব্যাহত হচ্ছে পাঠদানসহ অন্যান্য কার্যক্রম। এই বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থেকে একই সঙ্গে দুই দায়িত্ব পালন করছেন। এতে হিমশিম খেতে হচ্ছে তাদেরও।

অন্যদিকে, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে পড়ছে। শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে হলে শিগগিরই এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ পূরণ করা দরকার বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা। মীরসরাই উপজেলায় শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ১৯১টি বিদ্যালয় রয়েছে প্রায় ৩২ হাজার শিক্ষার্থী। যার মধ্যে ৪৭টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য। ৫১টি বিদ্যালয়ে সহকারী শিক্ষককে চলতি দায়িত্ব দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাজ চালানো হচ্ছে। তাছাড়া অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ খালি রয়েছে।

উত্তর ধুম দৌলতবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিনা আক্তার জানান, তাদের বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদটি শূন্য রয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন তিনি। বিদ্যালয় এবং অফিসের কাজ দুটোই করতে হচ্ছে ফলে বেশি চাপে থাকতে হচ্ছে। তাই দ্রুত একজন প্রধান শিক্ষকের দাবি জানান তিনি। শফিউল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র দাস জানান, স্কুলটি জাতীয়করণ হওয়ার পূর্বে থেকেই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। প্রধান শিক্ষক না থাকার বিষয়ে উপজেলা শিক্ষা অফিসকে অবহিত করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, উপজেলা শিক্ষা অফিসে প্রতিটি মিটিংয়ে জানানো হয়। কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা পাওয়া যায়নি।

এসব বিষয় নিয়ে স্থানীয়রা জানান, প্রায়ই বিদ্যালয়গুলোতে শিক্ষক ও প্রধান শিক্ষকও সংকট রয়েছে। এভাবে চললে শিক্ষার গুণগত মান ক্ষুণ্ন হবে। দ্রুত এ শূন্য স্থানে শিক্ষক প্রদান করলে এই সমস্যা থেকে মুক্তি মিলবে।

মীরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক জানান, শূন্য পদগুলো পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। এটির একটি প্রক্রিয়া চলছে। কাগজপত্র পাঠিয়েছি আশা করছি খুব শিগগিরই এই সমস্যা সমাধান হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.