এইমাত্র পাওয়া

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীদের জুতাপেটা করার অভিযোগ!

সিরাজগঞ্জঃ জেলার তাড়াশে কুন্দইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির বেশ কয়েকজন শিক্ষার্থীকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকেরা আজ রোববার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেছেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমান বলেন, ‘এ বিষয়ে অভিযোগের কপি পেয়েছি। দু-এক দিনের মধ্যে বিষয়টি লিখিত আকারে উপজেলা শিক্ষা অফিসারকে জানাব। তিনি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন।’

অভিভাবক শফিকুল ইসলাম শফি লিখিত অভিযোগে বলেছেন, ‘আমরা কুন্দইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-অভিভাবক। আমার ছেলে এবং অন্য অভিভাবকের ছেলেরা নিয়মিত তৃতীয় শ্রেণির ছাত্র। কুন্দইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা খাতুন গত ৭ নভেম্বর ক্লাস চলাকালে অহেতুক ছাত্রদের জুতা দিয়ে মারধর করেন। এ ধরনের খামখেয়ালি কাজের জন্য তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

তবে অভিযোগ অস্বীকার করে কুন্দইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা খাতুন বলেন, ‘আমি মানুষ গড়ার কারিগর। আমি ছাত্রদের জুতা দিয়ে পেটাতে পারি না। এই অভিযোগ সত্য নয়। যিনি অভিযোগ করেছেন, তাঁর চাচা জালাল উদ্দিন শিক্ষকদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন। তাঁর অভিযোগ, আমি তাঁকে ভোট দিইনি। এর পর থেকে তিনি আমার ওপর ক্ষুব্ধ। আর যেদিন ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে, সেদিন বা পরদিন অভিযোগ দেওয়া হয়নি। আজ হঠাৎ কেন অভিযোগ করলেন। এটি ষড়যন্ত্র।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.