এইমাত্র পাওয়া

২২ শিক্ষার্থীকে ধর্ষণ ও নিপীড়ন করা শিক্ষকের মৃত্যুদণ্ড কার্যকর

ঢাকাঃ শিক্ষার্থী ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনায় চীনে এক প্রাথমিক বিদ্যালয়ের অধ্যক্ষের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। গত সপ্তাহে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হয়।

রবিবার চীনা গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২২ শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে চীনা কর্তৃপক্ষ দেশটির গানসু প্রদেশের পিংলিয়াংয়ে একজন স্কুল অধ্যক্ষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত শিশুদের ধর্ষণ ও যৌন নিপীড়ন করেন তিনি। আদালতের আদেশের পর গত মঙ্গলবার ইনজেকশনের মাধ্যমে ওই অধ্যক্ষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ওয়াং নামের ওই শিক্ষকের বিরুদ্ধে প্রথম অভিযোগ তোলেন প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রী। গত মে মাসে মায়ের সঙ্গে স্থানীয় থানায় গিয়ে পুলিশে অভিযোগ করে সে। ওই শিক্ষার্থী জানায়, তাকে স্কুলের কম্পিউটার রুমে এবং ওয়াংয়ের বাড়িতে ২০১৮ সালের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত তিনবার ধর্ষণ করা হয়েছে। এই অভিযোগের পর একই দিনে, নিজ নিজ অভিভাবকের সাথে আরও চারজন শিক্ষার্থী দাবি করে, তারাও ওয়াংয়ের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছিল।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ওয়াংকে ৩১ মে আটক করা হয়। পরবর্তীতে ১ জুলাই প্রসিকিউটরদের কাছে স্থানান্তর করা হয় তাঁকে। মামলার তদন্তের পর ২২ শিক্ষার্থীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় শিক্ষক ওয়াংকে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.