লক্ষ্মীপুরঃ জেলার কমলনগরে স্কুল ফাঁকি দিয়ে রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে কেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক জিয়াকে। স্কুল চলাকালে স্কুলে না গিয়ে বিভিন্ন রাজনৈতিক মিটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। ফলে ব্যাহত হচ্ছে বিদ্যালয়টির নিয়মিত পাঠদান কার্যক্রম।
সর্বশেষ বুধবার সকালেও উপজেলা হল রুমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের অনুষ্ঠানে তাকে দেখা যায়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি। এ ছাড়াও স্কুল ফাঁকি দিয়ে প্রায় সময়ই লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য মেজর (অব.) আবদুল মান্নানের রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিত থাকেন এ প্রধান শিক্ষক।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যখনই সংসদ সদস্যের দলীয় রাজনৈতিক অনুষ্ঠান থাকে তখনই স্কুল ফাঁকি দিয়ে প্রোগ্রামে উপস্থিত হন প্রধান শিক্ষক মো. জিয়াউল হক জিয়া । অথচ স্কুলের ৬ জন শিক্ষকের মধ্যে দুজন মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন বর্তমানে। প্রধান শিক্ষকসহ ৪ জন শিক্ষক দিয়ে ৫টি শ্রেণিকক্ষে ৩১০ শিক্ষার্থীকে পাঠদান করা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রধান শিক্ষকের ঘন ঘন অনুপস্থিতি ব্যাহত করছে শিক্ষা প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম।
এ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক মো. জিয়াউল হক জিয়া বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশেই মন্ত্রীর প্রোগ্রামে উপস্থিত হই আমি। স্কুল ফাঁকি দিচ্ছি না। দলীয় কোনো পদ-পদবীও নেই আমার।
তবে উপজেলা শিক্ষক কমিটির সভাপতি মো. কামরুল ইসলাম বলেন, মন্ত্রীর অনুষ্ঠানে ১০ জন প্রধান শিক্ষকের তালিকায় মো. জিয়াউল হক জিয়ার নাম ছিল না। তিনি কেন এসেছেন জানা নেই।
একই সুরে কথা বলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলামও। তিনি বলেন, মন্ত্রী মো. তাজুল ইসলামের প্রোগ্রামে ১০ জন প্রধান শিক্ষকের দাওয়াত ছিল। সেখানে তার (জিয়ার) দাওয়াত ছিল না। তবে প্রায় সময় তাকে দলীয় প্রোগ্রামে দেখা যায়। তার বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.