ঢাকাঃ দূরপাল্লার গণ ও পণ্য পরিবহনে র্যাবের স্কর্ট প্রদান এবং দেশব্যাপী সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের ৪৬০টি টহল টিম কাজ করছে। এর মধ্যে ঢাকাতে ১৬০ টহল টিম মোতায়েন করা হয়েছে।
র্যাব জানিয়েছে, চট্টগ্রাম থেকে আসা তেলবাহী লরির কনভয়কে আজ স্কর্ট প্রদান করে রংপুরে অবস্থিত তেলের ডিপো’তে পৌঁছে দিয়েছে র্যাব-১৩। এ ছাড়াও যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্য পরিবহনকে স্কর্ট প্রদানের মাধ্যমে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে র্যাব।
জনজীবন স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত, রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসমূহের সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাব। দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল কর্তৃক সহিংসতা ও নাশকতা প্রতিরোধে রাজধানীতে ১৬০টি টহলসহ সারা দেশে র্যাবের সাড়ে ৪৬০টি টহল দল মোতায়েন রয়েছে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ স্থানসমূহে র্যাব ফোর্সেসের রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
এর আগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে অগ্নিসংযোগ, গণপরিবহনও ব্যক্তিগত পরিবহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ দেশব্যাপী বিভিন্ন ধরনের সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িতদেরকে সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্যাদি বিশ্লেষণপূর্বক শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি সহ কার্যক্রম পরিচালনা করছে র্যাব।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.