ঢাকাঃ বিগত বছরগুলোতে অক্টোবর মাস থেকেই কমতে শুরু করে ডেঙ্গুর প্রার্দুভাব। কিন্তু এবারের চিত্র ভিন্ন। নভেম্বরেও ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত কমছে না। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৯৪ জন।
এর আগের দিন রোববার ১৫ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ১০৩ জন। এছাড়া চলতি মাসের ৬ দিনে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৬৯ জন এবং আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫২৩ জন। সবমিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪১৭ জনে এবং ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৬৯৮ জনের।
সোমবার ( ৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলায় হয়, দেশে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ৬৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৮০৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৮৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। আর গত ২৪ ঘন্টায় ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪’শ ১৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭৭ জন।
অধিদফতরের তথ্যমতে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৬ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল চলতি বছরে ডেঙ্গু-আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৬৯৮ জন রোগী। তাদের মধ্যে ঢাকা সিটিতে ১ লাখ ১ হাজার ৫৬৭ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৮০ হাজার ১৩১ জন। আর চলতি বছরে মোট হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৬১৯ জন।এছাড়া আক্রান্তদের মধ্যে চলতি বছরের জানুয়ারি মাসে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে ১০৩৬ জন, জুন ৫ হাজার ৯৫৬, জুলাইয়ে ৪৩ হাজার, ৮৫৪ জন, আগস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে আক্রান্ত হয়ে ৬৭ হাজার ৭৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর মধ্যে জানুয়ারি মাসে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, আগস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন এবং অক্টোবরে ৩৫৯ জনের মৃত্যু হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.