নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাছাই কমিটি ও ব্যবস্থাপনা কমিটি অনুমোদনের জন্য আংশিক কাগজপত্র জমা দিয়েছে তাদের আবেদন সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে বোর্ড।
রবিবার (৫ অক্টোবর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক বি এম আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে দেখা যায়, দেশের ৩২টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনোটির তিনশ টাকার স্টাম্পে অঙ্গীকারনামা, কর্মরত জনবল কাঠামো, ভোক অনুমোদন কপি, পদের প্রাপ্যতা ও হালনাগাদ এফিলিয়েশন নাই।
এতে বলা হয়েছে, চেয়ারম্যান মহোদয়ের অনুমোদনক্রমে জানানো যাচ্ছে যে, কিছু প্রতিষ্ঠান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় বরাবর নিয়োগ বাছাই কমিটি ও ব্যবস্থাপনা কমিটি অনুমোদনের জন্য আবেদন জমা দিয়েছেন। ওই প্রতিষ্ঠানগুলোর আবেদনপত্র যাচাই-বাছাই করে দেখা যায় যে, প্রতিষ্ঠানগুলো আংশিক কাগজপত্র জমা দিয়েছেন, ফলে আবেদনগুলো যথাসময়ে নিষ্পত্তি করা সম্ভব হয়নি। স্ব স্ব প্রতিষ্ঠানের নামের পাশে উল্লিখিত নিম্নরূপ ঘাটতি পরিলক্ষিত হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জরুরি ভিত্তিতে চাওয়া ঘাটতি কাগজপত্র ফরওয়ার্ডিংসহ জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.