ঢাকাঃ সব মানুষের একটি নাম থাকে, যা তার বাবা-মা বা অন্য কেউ রাখেন ছোটবেলাতে। পরে সেই নামেই পরিচিত হন তিনি। কিন্তু কখনও কখনও মানুষের দৈহিক গঠন কিংবা আচরণের কারণে বন্ধু-সহকর্মীরা অন্য একটি নাম দিয়ে থাকেন। মজার ছলেই সেই নামে তাকে ডেকে থাকেন তারা।
এই যেমন মৌসুমী হামিদের কথা ধরা যাক। উচ্চতা নিয়ে বেশ বিপাকেই আছেন তিনি। জানলে অবাক হবেন, তার উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। আর এ কারণে অভিনয় করতে গিয়ে ঝামেলায় পড়েন তিনি। এমনকি বিয়েটাও করতে পারছেন না।
এই উচ্চতার কারণে সহকর্মীরা মৌসুমীকে ‘তালগাছ’ বলে ডাকেন। তিনি জানান, উচ্চতা বেশি হওয়ায় প্রায়ই শুটিংয়ে তাকে শুনতে হতো—এই নিচু হও, নিচে দাঁড়াও, বাঁকা হও, খালি পায়ে হাঁটসহ নানা কথা।
মৌসুমী বলেন, ‘শৈশব থেকে আমি অনেক দুরন্ত ছিলাম। গ্রামে ছুটে বেড়াতাম। সাইকেল চালাতাম। ছেলেদের মতো চলাফেরা করতাম। দুষ্টুমি করতাম। আমার উচ্চতা বেশি ছিল। এসব কারণে অনেকে কিছু বলত না।’
দেশের অভিনেতাদের বেশিরভাগ মৌসুমীর চেয়ে উচ্চতায় কম। সেকারণে তার সঙ্গে অভিনয়ের সময় সহ-অভিনেতারা উঁচু জায়গা খোঁজেন। এতে করে যদি, এ অভিনেত্রীকে ছোট দেখায়।
মৌসুমী জানান, উচ্চতা নিয়ে অনেকে তাকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এক সাক্ষাৎকারে মৌসুমী তিনি জানান, অনেকে সহযোগিতা করলেও কেউ কেউ তার উচ্চতা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখাতেন। এ নিয়ে শুটিংয়ে তার মন খারাপ হয়েছে। তবে তিনি সব সময় ব্যালান্স করে অভিনয় করতে চান। এটা তার কাছে কোনো বাধা নয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.