নিজস্ব প্রতিবেদক।।
বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী বাংকে পাঠানো হয়। আগামী ৭ নভেম্বর পর্যন্ত বেতন ভাতার সরকারি অংশ তুলতে পারবেন শিক্ষক-কর্মচারীরা।
বুধবার (১ নভেম্বর) শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকে পাঠানো হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর উপ-পরিচালক (প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাসের সই করা নোটিশে এ তথ্য জানানো হয়েছে।শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে পারবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.