ঢাকাঃ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কিছু বিষয়ের একই কোড রয়েছে ও কিছু বিষয়ে অস্পষ্টতা রয়েছে, যা আগের নিবন্ধনের নিয়োগে জটিলতা তৈরি করেছে। এসব বিষয় সমাধানের কাজ চলছে। সমাধান করে দ্রুতই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
জানতে চাইলে এনটিআরসিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. এনামুল কাদের খান বলেন, ‘গত নিয়োগের সময় দেখা গেছে কিছু বিষয়ের একই কোড রয়েছে। আমরা সেই কোডগুলো পরিবর্তনের চেষ্টা করছি। কেননা কম্পিউটার সেটি আলাদা করতে পারে না। এ জন্য জটিলতা হয়, যা নিয়োগ প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে পারে। এ ছাড়া কিছু বিষয়ের অস্পষ্টতাও নিয়োগ কার্যক্রমের গতি কমিয়ে আনতে পারে, সেগুলো দূর করার জন্য আমাদের কর্মকর্তারা কাজ করছেন। এগুলো সমাধান হলেই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। দিন বা তারিখ বলতে পারব না। তবে শিগগিরই এই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই আমরা।’
পরীক্ষাপদ্ধতিতে কোনো পরিবর্তন আসছে কি না, জানতে চাইলে এনামুল কাদের খান বলেন, পরীক্ষা পরিবর্তনের কাজ অত্যন্ত জটিল। এটি করতে বিধামালা পরিবর্তন করতে হয়। সে ধরনের কোনো সম্ভাবনা নেই। তাই পরীক্ষাপদ্ধতি পরিবর্তন হচ্ছে না।
কতটি পদ খালি, তা জানতে চাইলে এনামুল কাদের খান বলেন, ‘আমরা এ বিজ্ঞপ্তিতে খালি পদের সংখ্যা জানাই না, আমরাও সংগ্রহ করি না। বিধিমালা অনুসারে লিখিত পরীক্ষার আগে আমরা শূন্য পদের চাহিদা চেয়ে পাঠাই। সেগুলো যাচাই–বাছাই করে শূন্য পদের সংখ্যা আমরা প্রকাশ করি। সেভাবেই নিয়োগ দেওয়ার কার্যক্রম শুরু হয়।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.